TRENDING:

Bullet Train in India: ভারতের মাটিতে চালানোই যাবে না বুলেট ট্রেন, দাবি নুসরত- সুদীপের! মানতে নারাজ রেলমন্ত্রী

Last Updated:

গত মঙ্গলবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে বুলেট ট্রেনের (Bullet Train) প্রসঙ্গ তুলেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ভারতের মাটিতে বুলেট ট্রেন (Bullet Train) চালানো সম্ভব নয়৷ কিন্তু ইউরো রেলের (Euro Rail) মতো দ্রুত গতির ট্রেন অবশ্যই চালানো যায়৷ লোকসভায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)৷ বুলেট ট্রেন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একই দাবি করেন আর এক তৃণমূল সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan)৷ যদিও সেই বক্তব্য খারিজ করে দিয়ে তৃণমূলকেই পাল্টা আক্রমণ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷
ভারতে মাটিতে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়, দাবি দুই তৃণমূল সাংসদের৷
ভারতে মাটিতে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়, দাবি দুই তৃণমূল সাংসদের৷
advertisement

বুধবার রেলের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা চলাকালীনই বুলেট ট্রেনের প্রসঙ্গ তোলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সাংসদের দাবি, বুলেট ট্রেন চালানোর জন্য ভারতের মাটি উপযুক্তই নয়৷

আরও পড়ুন: প্রবীণ যাত্রীদের ভাড়ায় ছাড় দেওয়া হবে? সংসদে কী জানালেন রেলমন্ত্রী!

বক্তব্য রাখতে গিয়ে সুদীপ বলেন, তিনি তিন বছর রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন৷ ফলে রেলের বিষয়ে তিনি অনেক কিছুই জানেন৷ তৃণমূলের সাংসদের দাবি, 'আমি আগেও যা বলেছি আবারও বলছি৷ ভারতের মাটিতে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়৷ তবে ইউরো রেলের মতো ফাস্ট স্পিড ট্রেন অবশ্যই চালানো যায়৷ আমি প্যারিস থেকে লন্ডনে এই ইউরো রেলে চড়েই তিন ঘণ্টায় এসেছি৷ অর্থাৎ ঘণ্টায় ৩৩৩ কিলোমিটার পথ৷ কিন্তু তা জাপানের বুলেট ট্রেনের মতো নয়৷' প্রসঙ্গত ২০১৯ সালেও একই দাবি করেছিলেন তৃণমূল সাংসদ৷

advertisement

গত মঙ্গলবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে বুলেট ট্রেনের প্রসঙ্গ তুলেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ তিনি দাবি করেন, 'নতুন বুলেট ট্রেন করিডরের কথা বলা হচ্ছে৷ কিন্তু তা কি সত্যিই সম্ভব? কারণ আমাদের দেশের মাটি জাপানের মতো বুলেট ট্রেন চালানোর জন্য উপযুক্ত নয়৷'

আরও পড়ুন: ট্রেন ছাড়তেই পা পিছলে গেল যাত্রীর, আরপিএফ কনস্টেবল বাঁচালেন প্রাণ

advertisement

নুসরতের এই বক্তব্যের জবাব দিতে গিয়ে বুধবার তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ কটাক্ষের সুরে তিনি বলেন, 'একজন সাংসদ বললেন ভারতের মাটিতে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়৷ কী লজ্জার বিষয়! যাঁরা মা-মাটি-মানুষের কথা বলেন তাঁরা নিজেদের মা অথবা মাটির উপরে বিশ্বাস করেন না, তাঁরা কেমন মানুষ? আমাদের নিজেদের ইঞ্জিনিয়ার এবং নিজেদের ক্ষমতার উপরে বিশ্বাস রাখা উচিত৷ কতদিন আমরা আর বিদেশিদের উপরে ভরসা করে থাকব?'

advertisement

রেলমন্ত্রীর এই বক্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভার পরিস্থিতি৷ তাঁর সঙ্গে তর্কে জড়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রেলমন্ত্রী পরে সংবাদসংস্থার কাছে আরও দাবি করেন, এই মুহূর্তে বুলেট ট্রেনের প্রস্তাবিত রুটে মাসে আট কিলোমিটার করে রেলপথ তৈরির কাজ চলছে৷ যা মাসে দশ কিলোমিটারে নিয়ে যাওয়া কেন্দ্রের লক্ষ্য বলে জানিয়েছেন রেলমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bullet Train in India: ভারতের মাটিতে চালানোই যাবে না বুলেট ট্রেন, দাবি নুসরত- সুদীপের! মানতে নারাজ রেলমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল