আরও পড়ুন- প্রথম দিনেই দেশ জুড়ে কর্বেভ্যাক্সের ২.৬০ লক্ষ প্রথম ডোজ প্রদান ১২-১৪ বছর বয়সীদের
“বুলেট ট্রেন ভারতের মাটিতে চালানোর উপযুক্ত নয়” মন্তব্য করার পরে বিজেপি সাংসদ রাজু বিস্তা একটি ট্যুইটে “এই দেশের মাটিকে অপমান করার” জন্য তৃণমূল নেত্রী নুসরাতকে (Nusrat Jahan) কটাক্ষ করেন। সেই ট্যুইটের পালটা উত্তর দিতেই এই প্রতিক্রিয়া জানান নুসরাত।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Railway Minister Ashwini Vaishnaw) নুসরাত জাহানের (Nusrat Jahan) এই মন্তব্যের নিন্দা জানিয়ে কটাক্ষ করেন, “এমন একটি দল, যার স্লোগান হল ‘মা, মাটি, মানুষ’, সেই দলের কর্মী হওয়া সত্ত্বেও ভারতের মাটিকে অপমান করছেন নুসরাত।”
অশ্বিনী বৈষ্ণব (Union Railway Minister Ashwini Vaishnaw) সাংবাদিকদের আরও বলেন, “ওঁরা যদি বলতেন যে ভারতে বুলেট ট্রেন চালানোর ক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত বাধা রয়েছে, আমি ওঁদের প্রযুক্তিগত বিষয়গুলি ব্যাখ্যা করতাম। কিন্তু ভারতের অখণ্ডতা ও নীতি নিয়ে এমন প্রশ্ন তোলা আমার কেন কোনও ভারতীয়র কাছেই গ্রহণযোগ্য নয়।”
আরও পড়ুন- হাল ছাড়ছে না সপা, বিধান পরিষদ নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে লড়বেন ডাঃ কাফিল খান
১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের দ্রুত সমাপ্তির জন্য চিন্তা প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন, দেশের অর্থনৈতিক রাজধানীতে ২১ শতকের পরিকাঠামো তৈরির দিকেই তাঁর সরকারের মনোযোগ রয়েছে। তিনি জানান এই সময়ের প্রয়োজন বুলেট ট্রেন। কারণ এটি ‘স্বপ্নের শহর’ মুম্বইয়ের পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলবে।