TRENDING:

Derek O'Brien mocks Congress: 'দাদু- ঠাকুমা সবসময় বলে দেবে কী করতে হবে?' কংগ্রেসকে তীব্র কটাক্ষ ডেরেকের

Last Updated:

ডেরেক মনে করিয়ে দিয়েছেন, বাংলায় ২৯৪টি আসনেই একা লড়েছিল তৃণমূল৷ সেখানে কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধে লড়েও শূন্য আসন পেয়েছে (Derek O'Brien mocks Congress)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উপনির্বাচনে ৪-০ জয়৷ তার পরই ফের একবার কংগ্রেসকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien mocks Congress)৷ এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে ডেরেক ও ব্রায়েন বলেন, 'তেইশ বছর বয়সিকে দাদু- ঠাকুমারা বলে দেবেন কী করতে হবে, সেই দিন আর নেই৷' একই সঙ্গে ডেরেক আরও বলেছেন, 'বাংলার বাইরেও যে বিজেপি-কে হারানো সম্ভব এই উপনির্বাচনে তা প্রমাণিত হয়ে গিয়েছে৷'
কংগ্রেসকে বিঁধলেন ডেরেক৷
কংগ্রেসকে বিঁধলেন ডেরেক৷
advertisement

কংগ্রেসের (Congress) নাম না করেই ডেরেক (Derek O'Brien) বলেন, 'বিজেপি-কে হারাতেই হবে৷ কিন্তু তার জন্য মনোভাব বদলের প্রয়োজন৷ আমাদের দলের বয়স মাত্র বাইশ- তেইশ বছর, আর অন্য দলটার বয়স ১০০ বছর বলেই দাদু-ঠাকুমার মতো তারা আমাদের বলে দেবে কী করতে হবে, এটা হতে পারে না৷ আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ গোটা বিজেপি-র সঙ্গে লড়াইয়ে প্রস্তুত৷ তাই সবাই মিলে কাজ করতে হবে, শুধু আমাদের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিলে হবে না৷'

advertisement

আরও পড়ুন: শূন্য হাতে ফিরেও ফুঁসছেন অধীর, যত রাগ প্রশান্ত কিশোরের উপর!

ডেরেক মনে করিয়ে দিয়েছেন, বাংলায় ২৯৪টি আসনেই একা লড়েছিল তৃণমূল৷ সেখানে কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধে লড়েও শূন্য আসন পেয়েছে৷

ডেরেকের মতে, বিরোধী ঐক্য নিয়ে বার বার কথা না বলে আগে দেশের অর্থনীতির বেহাল দশা, কর্মসংস্থানের অভাব, স্বাধীন ভাবে মতপ্রকাশে বাধার মতো বিষয়গুলিকে সামনে নিয়ে আসা উচিত৷ তৃণমূল সাংসদ বলেন, 'এই উপনির্বাচনে একটা বিষয় পরিষ্কার, সেটা হল এই যে বিজেপি, নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে হারানো সম্ভব৷'

advertisement

আরওপড়ুন: তৃণমূলের উপনির্বাচন জয়ে ঠিক কতটা ফাটল ধরল, বিজেপির জন্য রইল পড়ে পেন্সিল?

ইতিমধ্যেই ত্রিপুরা এবং গোয়ায় ঝাঁপিয়েছে তৃণমূল৷ ডেরেকের দাবি, ক্ষণস্থায়ী নয়, দুই রাজ্যের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাঁদের৷ গোটা দেশেই উপনির্বাচনে বিজেপি-র ফল বেশ হতাশাজনক৷ বিশেষত হিমাচল প্রদেশে কংগ্রেসের কাছে তিনটি বিধানসভা এবং একটি লোকসভা আসনে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে বিজেপি৷ পাশাপাশি শিবসেনাও দাদরা এবং নগর হাভেলিতে লোকসভা আসনটি বিজেপি-র হাত থেকে ছিনিয়ে নিয়েছে শিবসেনা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

ডেরেক বলেন, 'শিবসেনা লোকসভা আসনে জয়ী হওয়ায় আমরা খুবই উৎসাহিত৷ হিমাচলেও বিজেপি নিজেদের আসন ধরে রাখতে পারেনি৷ সবমিলিয়ে বিজেপি-র জন্য দিনটা বেশ খারাপ ছিল৷ কিন্তু আমাদের এই ছন্দটাই ধরে রাখতে হবে৷' কটাক্ষের সুরেই বিজেপি-কে 'শান্ত ভাবে দিপাবলী' পালনের শুভেচ্ছাও জানিয়েছেন তৃণমূল সাংসদ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Derek O'Brien mocks Congress: 'দাদু- ঠাকুমা সবসময় বলে দেবে কী করতে হবে?' কংগ্রেসকে তীব্র কটাক্ষ ডেরেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল