Wb Bypoll TMC| তৃণমূলের উপনির্বাচন জয়ে ঠিক কতটা ফাটল ধরল, বিজেপির জন্য রইল পড়ে পেন্সিল?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Wb Bypoll TMC| সাধারন নির্বাচনের সাফল্যের পর টানা সাতটা উপনির্বাচনে বিরাট মাপের সাফল্যের তাৎপর্য কী?
#কলকাতা: চারে চার, রেকর্ড গড়ে জাতীয় রাজনীতিতে নিজেকে আরো প্রাসঙ্গিক করল তৃণমূল (Wb Bypoll TMC)। সাধারন নির্বাচনের সাফল্যের পর টানা সাতটা উপনির্বাচনে বিরাট মাপের সাফল্যের তাৎপর্য কী?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, তৃণমূল যা পেল তা হল মোদি ও বিজেপি বিরোধীতায় নতুন মাইলফলক। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের বিকল্প হয়ে ওঠার পথে আরও একধাপ এগোলেন মমতা। তার দল যা বলছে তা যে কথার কথা নয়, তা প্রমাণের হাতিয়ার পেয়ে গেলেন তৃণমূল। ঘাসফুল শিবির ফলাও করে বলতে পারবে স্রেফ রাজ্য রাজনীতিতে নিরঙ্কুশ আধিপত্যই নয় মোদির আচ্ছে দিনের বিরুদ্ধে মমতায় আস্থা ইভিএম-এ প্রমাণ করে দিয়েছে রাজ্যবাসী। সারা দেশে আঞ্চলিক শক্তিগুলির কাছে বিশেষ বার্তা দেওয়া হল যে তৃণমূল আরও দানা বাঁধছে।
advertisement
advertisement
রাজ্য রাজনীতিতে উপ নির্বাচনের প্রভাব
১) বামের পর বিজেপিকেও অপ্রাসঙ্গিক করে দেওয়া।
২) রাজ্য রাজনীতির নিয়ন্ত্রনের রাশ নিজের হাতে রাখতে পারা
৩) বিজেপিকে খাতায় কলমে প্রধান বিরোধী দলে পরিণত করা।
৪) অবশ্যম্ভাবী পরিণতি, ফের বিজেপিতে ভাঙনের আশঙ্কা।
advertisement
৫) মাত্র ৬ মাস আগে যে বিজেপিকে রাজ্য রাজনীতিতে পরিবর্তনের প্রধান কান্ডারী ভাবা হচ্ছিল, এখন তাকে করুণার চোখে দেখবে মানুষ।
৬) বিজেপির প্রতি মানুষের আস্থা আরও কমবে। দলের নেতৃত্বের ওপর যেখানে দলের নেতা, কর্মীদের আস্থা নেই সেই দলের ওপরে কী ভাবে আস্থা রাখবে সাধারন মানুষ, বলছেন পর্যবেক্ষকরা।
৭) শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপিতে প্রশ্ন। শুভেন্দু বিরোধী শক্তি আরও অক্সিজেন পেল।
advertisement
শুভেন্দু বনাম দিলীপ গোষ্ঠীর লড়াই-বড় ডিভিডেন্ট
এই বিষয়টি উঠে আসছে উপনির্বাচনের পালা সাঙ্গ হতেই। সাধারন নির্বাচনে ৩ থেকে ৭৭ হওয়াকে নিজের সাফল্য বলে দাবি করেছিলেন শুভেন্দু।বিধানসভায় পরিষদীয় নেতা থেকে শুরু করে ৭ টি উপনির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। সেই পরীক্ষায় ডাহা ফেল করেছে বিজেপি। দলে শুভেন্দু বিরেধী দিলীপ শিবির আগেই সাধারন নির্বাচনে শুভেন্দুর সাফল্য নিয়ে ভ্রু কুঁচকেছে। এবার তারা আরো অক্সিজেন পাবে। ফল একটাই নেতৃত্ব নিয়ে আরো অস্থিরতা বাড়বে বিজেপির অভ্যন্তরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2021 1:07 PM IST