TRENDING:

Sealdah Flyover in Tripura Government's Advertisement: আগরতলার রাস্তা নয়, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুল! ফের বিভ্রাট

Last Updated:

কয়েক মাস আগে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছিল উত্তর প্রদেশ সরকার (Sealdah Flyover in Tripura Government's Advertisement)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নীল রংয়ের বাস চলছে, রয়েছে হলুদ ট্যাক্সিও৷ বাস, গাড়ির মাঝে চোখে পড়ছে ট্রাম লাইনও৷ ছবি দেখে মনে হতেই পারে পশ্চিমবঙ্গ সরকারের কোনও বিজ্ঞাপন বা প্রচার৷ যদিও শহর কলকাতার এই ছবি ব্যবহার করেই ট্যুইট করার হয়েছে ত্রিপুরা (Tripura) সরকারের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে৷ ছবি দেখেই পরিষ্কার, ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের (Sealdah Flyover )ছবি ব্যবহার করেই ত্রিপুরা সরকারের তরফে এই ট্যুইট করা হয়েছে৷
এবার বিপ্লব দেব সরকারের বিজ্ঞাপনেও ছবি বিভ্রাট৷
এবার বিপ্লব দেব সরকারের বিজ্ঞাপনেও ছবি বিভ্রাট৷
advertisement

কয়েক মাস আগে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছিল উত্তর প্রদেশ সরকার৷ এর পর অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার করেছে উত্তরাখণ্ড সরকার৷ এবার শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করল বিজেপি শাসিত আরও এক রাজ্য ত্রিপুরার বিপ্লব দেব (Biplab Deb) সরকার৷ ট্যুইট প্রকাশ্যে আসার পরই ত্রিপুরার বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল৷

advertisement

আরও পড়ুন: রিপোর্ট কার্ডে আস্থা, কলকাতাকে সাজাতে কী কী পরিকল্পনা? আজ জানাবে তৃণমূল

যান চলাচল নিয়ে সতর্কতামূলক প্রচারের জন্য স্লোগান লেখার প্রতিযোগিতা শুরু করেছে ত্রিপুরা সরকার৷ এই প্রতিযোগিতার কথা সবাইকে জানাতেই শুক্রবার একটি ট্যুইট করা হয় ত্রিপুরা সরকারের তরফে৷ সেই ট্যুইটেই আগরতলার পথঘাটের কোনও ছবি ব্যবহার না করে ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের ছবি দিয়ে দেওয়া হয়েছে৷ শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ট্যুইট করা হলেও এ দিন সকাল পর্যন্ত তা সরানো হয়নি৷ যদিও ত্রিপুুরা সরকারের তরফেই এই ট্যুইট করা হয়েছে নাকি কোনও এজেন্সি এই ভুল করল, তা এখনও স্পষ্ট নয়৷

advertisement

এই বিজ্ঞাপনী বিভ্রাটের জন্য স্বভাবতই ত্রিপুরার বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'ছবিতে ট্রাম লাইন পর্যন্ত দেখা যাচ্ছে৷ বিজেপি হল আসলে নকলনবিশ, দেউলিয়া, টুকলিবাজ৷ বিপ্লব দেব দিদিকে বলো-র নকল করে দাদাকে বলো করতে গিয়েছেন৷ গোয়ায় দুয়ারে সরকার, দুয়ারে রেশনের নকল করার চেষ্টা হয়েছে৷ আর ত্রিপুরার নিজেদের দেখানোর মতো যেটুকু যা ছিল, সেটাও বিজেপি ক্ষমতায় এসে নষ্ট করে দিয়েছে৷ তাই এখানকার ছবি ব্যবহার করতে হচ্ছে৷ ওদের উচিত নাকখত দিয়ে ক্ষমা চাওয়া৷'

advertisement

আরও পড়ুন: লক্ষ্য শহর থেকে মশা তাড়ানো, আগরতলা পুরসভার মেয়র হলেন দীপক মজুমদার

উত্তর প্রদেশ সরকারের বিজ্ঞাপন বিভ্রাটের ক্ষেত্রে জানা গিয়েছিল, বিজ্ঞাপন দেওয়ার দায়িত্ব পাওয়া এজেন্সির ভুলেই মা উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছিল৷ ত্রিপুরা সরকারের তরফে অবশ্য শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার নিয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ত্রিপুরা বিজেপি-র নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের পর ত্রিপুরা সরকারের এই বিজ্ঞাপনের ভুলেও যে বিজেপি-কে চরম অস্বস্তিতে পড়তে হল, তা বলার অপেক্ষা রাখে না৷

বাংলা খবর/ খবর/দেশ/
Sealdah Flyover in Tripura Government's Advertisement: আগরতলার রাস্তা নয়, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুল! ফের বিভ্রাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল