TRENDING:

TMC Mahua Moitra: গণপিটুনিকে সমর্থন করে ভাইরাল বিজেপি নেতা, "মালা পরাক বিলকিসের ধর্ষকরা": আক্রমণ মহুয়ার

Last Updated:

Bilkis Bano Gangrape: স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে এই ১১ জন ধর্ষককে সংবর্ধিতও করা হয়েছে বলে জানা গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গণপিটুনির কথা স্বীকার করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন রাজস্থান বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞান দেব আহুজা। প্রকাশ্যে তিনি স্বীকার করেন যে তার সমর্থকরা এখনও পর্যন্ত পাঁচজনকে পিটিয়ে হত্যা করেছে। এই নিন্দনীয় ঘটনায় বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানান, বিলকিস বানো ধর্ষণ মামলার ১১ আসামিকে নিশ্চয়ই বিজেপি গুজরাত থেকে রাজস্থান পাঠিয়ে এই বিজেপি নেতাকে মালা পরিয়ে ‘সম্মানিত’ করবে।
Mahua Moitra
Mahua Moitra
advertisement

জ্ঞান দেব আহুজার যে ভিডিও ভাইরাল হয় তাতে তিনি জানিয়েছিলেন যে গরু পাচার এবং গোমাংস বিক্রির সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। ক্যামেরায় ধরা পড়া এই মন্তব্যটি আসলে চিরঞ্জিলাল সাইনির গণপিটুনির প্রসঙ্গে উঠে আসে। অভিযোগ, আলওয়ারে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ট্র্যাক্টর চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করে তাঁকে। ভিডিওতে দেখা গেছে স্থানীয় আরএসএস নেতার সঙ্গে বসে থাকা বিজেপি নেতা জ্ঞান দেব আহুজা বলছেন চিরঞ্জিলাল সাইনির গণপিটুনির প্রতিবাদে আন্দোলন শুরু করা উচিত।

advertisement

আরও পড়ুন- পুজোর মুখে কাজ হারাবেন বাংলার লক্ষ শ্রমিক! ১ সেপ্টেম্বর থেকে বন্ধ বীরভূমের বেশিরভাগ পাথর খাদান, ক্র্যাশার

advertisement

“আমরা এখনও পর্যন্ত পাঁচ জনকে পিটিয়েছি, তা লাওয়ান্দি হোক বা বেহরোরেই। এই এলাকায় প্রথমবার ওরা কাউকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার কর্মীদের বলে দিয়েছি খুন করো, অসুবিধা নেই। আমরা তোমাদের জামিন দেওয়াব,” ভাইরাল ভিডিওতে বলেন জ্ঞান দেব আহুজা।

আরও পড়ুন- "আরজেডি মন্ত্রীরা কোনও নতুন গাড়ি কিনবেন না:" একগুচ্ছ নির্দেশ তেজস্বী যাদবের

advertisement

এমন ভয়াবহ স্বীকারোক্তি তীব্র রাজনৈতিক সমালোচনা সৃষ্টি করেছে। মহুয়া মৈত্র এই মন্তব্যটিকে বিলকিস বানো ধর্ষণ মামলার ১১ জন আসামির সাম্প্রতিক ‘সম্মানের’ সঙ্গে যুক্ত করেছেন। গুজরাত সরকার ‘ক্ষমার নীতি’ অনুযায়ী এই গণধর্ষকদের মুক্তি দিয়েছে। স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে এই ১১ জন ধর্ষককে সংবর্ধিতও করা হয়েছে বলে জানা গেছে। “রবিবার বিজেপির নিশ্চয়ই ‘বিলকিসের সম্মানিত ধর্ষক দলকে’ গুজরাত থেকে রাজস্থানে পাঠাচ্ছে, ‘নতুন নায়ক’ জ্ঞান দেব আহুজাকে মালা পরাতে,” বলেছেন মহুয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

‘বিশুদ্ধ শয়তান যদি কেউ থাকে তবে এরাই,” ট্যুইট করেন মহুয়া। কংগ্রেস জানিয়েছে, সারা দেশে বিজেপির আসল চেহারা সামনে এসেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
TMC Mahua Moitra: গণপিটুনিকে সমর্থন করে ভাইরাল বিজেপি নেতা, "মালা পরাক বিলকিসের ধর্ষকরা": আক্রমণ মহুয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল