TRENDING:

Mahua Moitra: ছিঁড়ল মহুয়া মৈত্রের শাড়ি, দিল্লি পুলিশের বিরুদ্ধে মহিলা নেত্রীদের সঙ্গে চরম অভব্যতার অভিযোগ তৃণমূলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কৃষি ভবন থেকে তৃণমূলের নেতা নেত্রীদের সরাতে গিয়ে দলের মহিলা নেত্রীদের সঙ্গে চরম অভব্যতার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে৷ টানা হ্যাঁচড়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের শাড়ি ছিঁড়ে গিয়েছে বলে অভিযোগ তৃণমূলের৷ শুধু মহুয়া মৈত্র নন, বীরবাহা হাঁসদা সহ তৃণমূলের একাধিক মহিলা নেত্রীকেও টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে৷

কৃষি ভবনে ধরনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে মহুয়া মৈত্র৷
কৃষি ভবনে ধরনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে মহুয়া মৈত্র৷
advertisement

এ দিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের দিল্লি অভিযানের দ্বিতীয় দিন ছিল৷ যন্তর মন্তরে বিক্ষোভের পর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে কৃষি ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা৷ কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জানিয়ে দেন, তিনি দেখা করতে পারবেন না৷

আরও পড়ুন: কেন নোবেল শান্তি পুরস্কার পাননি মহাত্মা গান্ধি? কারণ জানাল নোবেল প্যানেলই

advertisement

advertisement

এ কথা শোনার পরই অভিষেক জানিয়ে দেন, মন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা কৃষি ভবন ছাড়বেন না৷ কৃষি ভবনের ভিতরেই ধরনায় বসেন অভিষেক সহ তৃণমূল নেতারা৷ শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের সরিয়ে দিতে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী৷ ছিল মহিলা পুলিশও৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথমে অভিষেক সহ অন্যান্য নেতাদের কৃষি ভবন থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করে পুলিশ৷ তাতে কাজ না হওয়ায় কার্যত চ্যাংদোলা, টানাহ্যাঁচড়া করেই তৃণমূল নেতানেত্রীদের বের করে নিয়ে যায় পুলিশ। ছাড় দেওয়া হয়নি মহুয়া মৈত্র, দোলা সেন, বীরবাহা হাঁসদার মতো মহিলা সাংসদ, বিধায়কদেরও। এই টানাহ্যাঁচড়ার সময়ই মহুয়া মৈত্রের শাড়ি ছিঁড়ে যায় বলে অভিযোগ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: ছিঁড়ল মহুয়া মৈত্রের শাড়ি, দিল্লি পুলিশের বিরুদ্ধে মহিলা নেত্রীদের সঙ্গে চরম অভব্যতার অভিযোগ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল