TRENDING:

North eastern railway: উত্তর পূর্ব রেলের বেশ কিছু ট্রেনের সময় বদল, জেনে নিন নতুন তালিকা এবং সময়

Last Updated:

যাত্রীদের সুবিধার্থে মুম্বই ও গুয়াহাটির মধ্যে স্পেশাল ট্রেন চালানো হবে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিজের অধীনে থাকা কিছু ট্রেনের সময়সূচি সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জোনের অন্যান্য ট্রেনের পরিবেষা আরও উন্নত করে তোলার জন্য ১৫৯০৮ নম্বর নাহরলগুন-তিনসুকিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৯০৩ নম্ব ডিব্রুগড়-চণ্ডীগড় ও ১৫৯৩৩ নম্ব নিউ তিনসুকিয়া-অমৃতসর এক্সপ্রেসের সময় সংশোধন করা হয়েছে।
advertisement

এর পাশাপাশি ১৫৭৭০ লামডিং-আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সূচিও সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে রেল। অন্যদিকে, ১ মার্চ, ২০২৩ ছত্রপতি শিবাজি টার্মিনাস ও গুয়াহাটির মধ্যে একটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশদ বিবরণ নিম্নরূপ:-রঙিয়া ও তিনসুকিয়া ডিভিশনের অধীনে ২৭ ফেব্রুয়ারি থেকে সংশোধিত সময়সূচি সহ সপ্তাহে ৫ দিন করে চলছে ১৫৯০৮ নং নাহরলগুন-তিনসুকিয়া ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটি সংশোধিত সময়সূচি সহ নাহললগুন থেকে ০৬.০০ টায় রওনা দিয়ে তিনসুকিয়া পৌঁছয় ১১.০০ টায়। ট্রেনটির সময়সূচি হারমতি, নর্থ লখিমপুর, বগিনদী, গোগামুখ, বরদলনি, ধেমাজি, ডিব্রুগড় ও নিউ তিনসুকিয়া স্টেশনেও পরিবর্তন করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: বসন্তেই তো এসে গেছে গ্রীষ্ম! পাখার হাওয়ায় কী ভাবে মিলবে AC-র আরাম, রইল টিপস

১৫৯০৭ নম্বর তিনসুকিয়া-নাহরলগুন ইন্টারসিটি এক্সপ্রেসের সময় অপরিবর্তিত থাকবে। লামডিং, রঙিয়া ও আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে ২৮ ফেব্রুয়ারি থেকে সংশোধিত সময়সূচি সহ ১৫৭৭০ নং. লামডিং-আলিপুরদুয়ার জংশন (দৈনিক) ইন্টারসিটি এক্সপ্রেসের চলা শুরু হয়েছে। এই ট্রেনটি সংশোধিত সময়সূচি সহ লামডিং থেকে দুপুর ৩টে ৩০ মিনিটে রওনা দিয়ে কামাখ্যা পৌঁছয় সন্ধে ৭টা ৩০ মিনিটে। ট্রেনটির সময়সূচি লংকা, হোজাই, যমুনামুখ, কামপুর, চাপরমুখ, জাগীরোড, ডিগারু ও গুয়াহাটি স্টেশনেও পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনটির সময়সূচি কামাখ্যা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

advertisement

আরও পড়ুন: অ্যাডিনো-আতঙ্কের মাঝেই নতুন চিন্তা 'পপকর্ন লাং! বাচ্চাদের সামলে, জেনে রাখুন উপসর্গ

১৫৯৩৩ নং. নিউ তিনসুকিয়া জংশন-অমৃতসর (সাপ্তাহিক) এক্সপ্রেস ও ১৫৯০৩ নং. ডিব্রুগড়-চণ্ডীগড় (দ্বি-সাপ্তাহিক) এক্সপ্রেস ট্রেন দুটি যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি ও ৩ মার্চ, ২০২৩ তারিখ থেকে সংশোধিত সময় সহ চলবে। ডিব্রুগড় থেকে ১৫৯০৩ নং. ট্রেনটির রওনা দেওয়ার সময় পরিবর্তন করে সকাল ৯টা ২০ মিনিটে করা হয়েছে। উভয় ট্রেনের সময়সূচি নিউ তিনসুকিয়া, সিমলুগুড়ি, মরিয়নি, ফরকাটিং, ডিমাপুর, ডিফু, লামডিং ও গুয়াহাটি স্টেশনেও পরিবর্তন করা হয়েছে। গুয়াহাটির বাইরের সময়ের পাশাপাশি ইন্টার-জোনাল সময়সূচি অপরিবর্তিত থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়াও, ১ মার্চ, ২০২৩ তারিখে স্পেশাল ট্রেন নং. ০১৪৯০ ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে রাত সাড়ে ১২ টায় রওনা দিয়ে গুয়াহাটিতে ৩ মার্চ, ২০২৩ তারিখে বিকেল ৫টা ৩০ মিনিটে পৌঁছবে। যাত্রীদের আসনের জন্য স্পেশাল ট্রেনটিতে এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সেকেন্ড ক্লাস সহ মোট ১৯টি কামরা থাকবে। ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন।এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
North eastern railway: উত্তর পূর্ব রেলের বেশ কিছু ট্রেনের সময় বদল, জেনে নিন নতুন তালিকা এবং সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল