Summer||AC: বসন্তেই তো এসে গেছে গ্রীষ্ম! পাখার হাওয়ায় কী ভাবে মিলবে AC-র আরাম, রইল টিপস
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আজ আমরা এমন কিছু টিপস দেব যাতে আপনি AC, কুলার ছাড়াই ঘরের ফ্যান থেকেও ঠান্ডা হাওয়া পেতে পারেন। চলুন জেনে নেই ৪টি পদ্ধতি..
জানলা খুললেই গরমের হল্কা। AC, ফ্যান, কুলার নিয়ে গ্রীষ্মের মরসুমের জন্য তৈরি হচ্ছে মানুষ। গরমকালের প্রথম দিকে পাখা দিয়ে কাজ চলে গেলেও, দিন দিন যখন গ্রীষ্মের দাপট বাড়ে, তখন ফ্যানের বাতাসও গরম হতে থাকে। কিন্তু আজ আমরা আপনাকে এমন কিছু পদ্ধতির কথা বলব, যার সাহায্যে আপনার ফ্যান থেকে কুলারের মতো ঠান্ডা হাওয়া বইবে এবং এর জন্য এসি আপনার লাগবে না।
advertisement
advertisement
advertisement
বরফের ব্যবহার: অনেক ক্ষেত্রে সিলিং ফ্যানের চেয়ে স্ট্যান্ড ফ্যানকেই বেশি কাজের বলে মনে করা হয়। এমন ফ্যানের সামনে ঠান্ডা জল বা বরফ রাখলে ঘরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। তবে, যখন এভাবে ঘর ঠান্ডা করবেন তখন দরজা এবং জানালা বন্ধ করে রাখতে হবে। গরম হাওয়া ঘরের ভিতরে ঢুকে এলে কোনও লাভ হবে না। এ ছাড়া কেউ কেউ ফ্যানের কাছে হালকা ভেজা তোয়ালেও রাখে। সেখান থেকেও জল বাষ্পীভূত হয়ে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে।
advertisement
advertisement