আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ -সহ দেশের ১৩টি রাজ্যে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঝড়
মঙ্গলবার পশ্চিমবঙ্গে ঘণ্টায় ৫০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। রয়েছে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। মূলত রাজ্যের উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ে আক্রান্ত হতে পারে বিহারও।
advertisement
সোমবার রাত ১১টা ১৫ নাগাদ ৭০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে দিল্লিতে। সঙ্গে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিও নামে কিছু এলাকায়। গতকাল আবহওয়া দফতরের তরফে যে আট রাজ্যে ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল তার মধ্যে তিন রাজ্যে এর মধ্যেই আছড়ে পড়েছে ঝড়। আজ দিল্লির সমস্ত সান্ধ্য স্কুল বন্ধ রাখার আর্জি জানিয়েছে আবহাওয়া দফতর। বিকেল ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত বাইরে না বেরনোর সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার ছাড়িয়ে গেলে রেল চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।
গত সপ্তাহ থেকে এখনও পর্যন্ত উত্তর ভারতের রাজ্যগুলিতে ধুলোঝড়ে ১২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাঁচ রাজ্য মিলিয়ে আহত হয়েছেন তিনশোরও বেশি মানুষ।