আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ -সহ দেশের ১৩টি রাজ্যে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঝড়
Last Updated:
#নয়াদিল্লি: দেশের ১৩টি রাজ্যে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঝড় ৷ এমন আশঙ্কার কথা জানালো আবদাওয়া দফতর ৷ জানানো হয়েছে, আগামী দু’দিন উত্তর ভারতের বিবিন্ন জায়গায় ঝড় আছড়ে পড়তে চলেছে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে ৷
গত সপ্তাহে ধুলোর ঝড়ের তাণ্ডবে দেশ জুড়ে মারা গিয়েছেন প্রায় ১২৪ জন ৷ এই মর্মান্তিক ঘটনার পর আর কোনও ভাবে ঝুঁকি নিতে চাইছে না কোনও প্রশাসন ৷ ইতিমধ্যেই রাজ্যের সব স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মা। সোমবার ও মঙ্গলবার সব স্কুল বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। রাজ্যের বাসিন্দাদের ঘরের বাইরে পা রাখতেও নিষেধ করা হয়েছে। চাষিদের বলা হয়েছে, যাতে তারা তাদের সব ফসল চাপা দিয়ে রাখে।
advertisement
আবহাওয়া দফতর তাদের সতর্কবার্তায় জানিয়েছে, ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ঝড় আছড়ে পড়বে। বজ্র বিদ্যুৎসহ সোমবার ওই একই গতির ঝড় হবে পঞ্জাব, হরিয়ানাতেও। মঙ্গলবারও সেই ঝড়ের রেশ থেকে যেতে পারে এই দুই রাজ্যে। এছাড়া বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, কর্ণাটকেও ঝড় আছড়ে পড়তে পারে বলে খবর ৷
advertisement
Location :
First Published :
May 07, 2018 8:36 AM IST