ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের থানেতে৷ পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে৷ সেখানেই এই মর্মান্তিক দৃশ্যটি ধরা পড়ে৷ দেখা যাচ্ছে মায়ের সঙ্গে ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছে তিন বছরের ছোট্ট মেয়েটা৷ হঠাৎ করে পাঁচতলার উপর থেকে বাচ্চা মেয়েটার গায়ে পড়ে আস্ত এক কুকুর৷
আরও পড়ুন:ত্রিপুরায় তৈরি তাঁতসামগ্রী ব্যবহারের আহ্বান, তাঁতশিল্প শিল্প প্রসারে উদ্যোগ মানিক সাহার
গোল্ডেন রেট্রিভারের চাপে গুরুতর আহত হয় মেয়েটি৷ চিকিৎসার জন্য সত্বর নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ মারা যায় তিন বছরের বাচ্চাটি৷
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দেওয়া হয়েছে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের জন্য মেয়েটির দেহ হাসপাতালে পাঠানো হয়েছে৷
আরও পড়ুন:স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে ভিনেশ ফোগট, রুপো আসবে সেই অবধি? ভাগ্য নির্ধারণ আজই
এখনও অবধি জানা গিয়েছে, ঘটনাটি বিকেল সাড়ে চারটের দিকে ঘটেছে৷ তবে কুকুরটি নিজে থেকেই পড়ে গিয়েছিল, নাকি তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল, সেই নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি৷ যদিও মৃতের মা কোনও রকম ষড়যন্ত্রের সন্দেহ করেননি৷
