আরও পড়ুন - বাদ পড়ছে কাস্তে-হাতুড়ি, থাকবে শুধু বাঘ! ফরওয়ার্ড ব্লকের পতাকা বদল নতুন ইঙ্গিত?
দেশজোড়া বিক্ষোভের মধ্যেই সোমবার অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিষয়ে নোটিশ প্রকাশ করে ভারতীয় সেনা। সেনার তরফ থেকে বলা হয়েছে, আগামী জুলাই মাস থেকে রেজিস্ট্রেশন শুরু করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে শারীরিক পরীক্ষা করা হবে, তারপর শারীরিক মাপের কাজ হবে, তারপর স্বাস্থ্য পরীক্ষা হবে, তার পর একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা হবে। স্থানীয় এআরও-তে এই বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে যোগাযোগ করা যাবে। বিক্ষোভের মধ্যেই এই ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত নোটিশ তাড়াতাড়ি প্রকাশ করা হবে।
advertisement
আরও পড়ুন: নাড্ডার বাড়িতে আজ জরুরি বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীতে মহাচমক বিজেপির?
সোমবারও এই বিক্ষোভের জেরে গোটা দেশে ৫৩৯টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮১টি মেল ট্রেন ও ৩৪৮টি প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি আংশিক বাতিল করা হয়েছে ৪টি মেল ট্রেন ও ৬টি প্যাসেঞ্জার ট্রেন। দেশ জোড়া ভারত বনধে্র যে ডাক দেওয়া হয়েছে, সেই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোথাও তেমন অশান্তি না ছড়ায়, তার জন্য নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। পঞ্জাবের অমৃতসর রেল স্টেশনের বিশেষ নিরাপত্তাবাহীনি মোতায়েন করা হয়েছে। এ রাজ্যেও গুরুত্বপূর্ণ স্টেশন যেমন হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি, শালিমার স্টেশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।