সূত্রের খবর, শুক্রবার হজরতবাল দরগা পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা ছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৷ তাদের আটকানোর জন্য কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় কার্ফু জারি করা হয়েছিল ৷ এদিন নমাজের পর কার্ফু অগ্রাহ্য করে স্বাধীনতার দাবিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় কট্টরপন্থীরা। শুরু হয় সংঘর্ষ ৷ নিরাপত্তাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় মহম্মদ মকবুল ৷ তার মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
advertisement
এর কয়েকদিন আগেই সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তেজনা ছড়ায় কাশ্মীর উপত্যাকায় ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনীদের উদ্দেশ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল ৷ সমগ্র কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন ৷ বিক্ষোভকারীদের দমন করতে পুলিশের তরফ থেকে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ৷ ঘটনার পর থেকেই ব্যাহত সাধারণ জনজীবন ৷