TRENDING:

Three Criminal Bills: 'বিরোধীশূন্য' রাজ্যসভাতেও পাশ ফৌজদারি আইনের ৩ বিল! শাহ বললেন, 'তারিখ পে তারিখ যুগের অবসান'

Last Updated:

Three Criminal Bills: লোকসভার পরে প্রায় বিরোধীশূন্য রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ফৌজদারি আইনের তিন বিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ দিল্লি: লোকসভার পরে প্রায় বিরোধীশূন্য রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ফৌজদারি আইনের তিন বিল। বিল পাশের সময়ে এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “ইন্ডিয়ান পেনাল কোড (IPC), কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (CrPC) এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই তিনটি আইন ১৯৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের পর ব্রিটিশ শাসনকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ব্রিটিশ শাসন রক্ষা করা। এতে ভারতীয় নাগরিকের সুরক্ষা, সম্মান এবং মানবাধিকারের কোনও সুরক্ষা ছিল না।”
লোকসভায় পরে 'বিরোধীশূন্য' রাজ্যসভাতেও পাশ তিন ফৌজদারি আইনের বিল
লোকসভায় পরে 'বিরোধীশূন্য' রাজ্যসভাতেও পাশ তিন ফৌজদারি আইনের বিল
advertisement

তিনি আরও বলেন, “আমরা কেবল আইনের নাম পরিবর্তন করিনি, আমরা এগুলির উদ্দেশ্যের মৌলিক পরিবর্তনও করেছি। আমরা যে তিনটি বিল এনেছি, তার উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, ন্যায়বিচার করা। আমি গর্বিত যে ভারতীয় সংসদ ফৌজদারি বিচার ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। নতুন ফৌজদারি আইনের প্রয়োগে ‘তারিখ পে তারিখ’ যুগের অবসান। ৩ বছরেই ন্যায়বিচার দেওয়া হবে।”

advertisement

অমিত শাহ বলেন, “নতুন ফৌজদারি আইনে সন্ত্রাসবাদের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে বিলগুলি বাস্তবায়নের পরে সমস্ত প্রক্রিয়া এফআইআর থেকে আদালতের রায় পর্যন্ত অনলাইন হবে। ভারত সেই দেশ হবে যেখানে ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রযুক্তি সবচেয়ে বেশি নিযুক্ত করা হবে।

আরও পড়ুন, ফের DA বাড়ালেন মমতা! বড় দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের বড় উপহার, কবে থেকে চালু নতুন নিয়ম?

advertisement

আরও পড়ুন, ফের চোখ রাঙাচ্ছে করোনা! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০, মৃত ১৬! বাংলার পরিস্থিতি জানুন

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “আমরা কম্পিউটারাইজেশনের দিকে মনোনিবেশ করেছি। আমরা ২০১৯ সাল থেকে এটি নিয়ে কাজ করছি। দেশের ৯৭% থানার কম্পিউটারাইজেশন সম্পন্ন হয়েছে এবং ৮২% থানার রেকর্ড ডিজিটাল করা হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

প্রধানমন্ত্রী মোদি ট্যুইটে লেখেন, “ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম ২০২৩ পাশ হওয়ায় আমাদের কাছে বড় মুহূর্ত। এই বিলগুলি ঔপনিবেশিক যুগের আইনের সমাপ্তি নিশ্চিত করেছে। পাবলিক সার্ভিস এবং কল্যাণ কেন্দ্রিক এই আইন দিয়ে একটি নতুন যুগের সূচনা হবে।”

বাংলা খবর/ খবর/দেশ/
Three Criminal Bills: 'বিরোধীশূন্য' রাজ্যসভাতেও পাশ ফৌজদারি আইনের ৩ বিল! শাহ বললেন, 'তারিখ পে তারিখ যুগের অবসান'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল