Corona Update : ফের চোখ রাঙাচ্ছে করোনা! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০, মৃত ১৬! বাংলার পরিস্থিতি জানুন

Last Updated:

West Bengal Corona Update: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬০০-র বেশি। গত ২ সপ্তাহে দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

নয়াদিল্লি: দেশজুড়ে ফের থাবা বসাচ্ছে করোনা। করোনার নয়া উপপ্রজাতি JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬০০-র বেশি। গত ২ সপ্তাহে দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনার হঠাৎ বাড়বাড়ন্তে রাজ্যগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন নীতি আয়োগ (স্বাস্থ্য) কর্তা ভিকে পল।
ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকের পর বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, বৈঠকে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টের ওপরে। করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয় সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে শুধু টাকা আর টাকা! ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশি শেষ! বাইরনের বাড়ি থেকে যা উদ্ধার হল…! তোলপাড়
পরিসংখ্যান অনুযায়ী, কেরলে গত ২৪ ঘণ্টায় আরও ২৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। তামিলনাড়ুতে ১৩, মহারাষ্ট্রে ১১। তেলঙ্গানা, পঞ্জাব, দিল্লি, গোয়া এবং গুজরাত মিলিয়ে ৩৪১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সবমিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৬৯। তবে রাজ্যের পরিস্থিতি এখনও সন্তোষজনক। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত রাজ্যে কোনও করোনা আক্রান্তের সন্ধান মেলেনি।
advertisement
advertisement
তবে পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে রাজ্য প্রশাসন জেলায় জেলায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কিছু বেড করোনা আক্রান্তদের চিকিৎসার জন্যও নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে ICU-সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে স্বাস্থ্যভবনের এক কর্তা জানিয়েছেন, ‘রাজ্যে কোনও আক্রান্তের হদিশ মেলেনি আজ পর্যন্ত। তবে আমরা করোনা মোকাবিলার জন্যও সবরকমভাবে প্রস্তুত।’
বাংলা খবর/ খবর/দেশ/
Corona Update : ফের চোখ রাঙাচ্ছে করোনা! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০, মৃত ১৬! বাংলার পরিস্থিতি জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement