TRENDING:

মুকেশ আম্বানির পরিবারকে খুনের হুমকি দিয়ে ফোন রিলায়েন্স হাসপাতালে, তদন্তে পুলিশ

Last Updated:

গত অগাস্ট মাসের ১৫ তারিখেও এমনই একটি কল এসেছিল রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ফোনে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুকেশ আম্বানি ও নীতা আম্বানি-সহ তাঁদের দুই সন্তানকে খুনের হুমকি দিয়ে ফোন এল শ্রী এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ফোনে৷ ফোনে মুকেশ ও তাঁর স্ত্রী, পুত্রদের হত্যা করার হুমকি দেয় ওই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী৷ নম্বরটি অপরিচিত ছিল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ৷ জানানো হয়েছে, ওই ফোনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি, দুই সন্তান আকাশ আম্বানি ও অনন্ত আম্বানির নামে খুনের হুমকি দেওয়া হয়৷ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement

ইতিমধ্যে ডিবি মার্গ থানায় এই নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার তদন্ত চলছে৷ দ্রুত কলারকে চিহ্নিত করে পাকড়াও করতে সক্ষণ হবে পুলিশ৷ সূত্র মারফত জানতে পারা গিয়েছে, ওই হাসপাতালে বুধবার বেলা ১২টা ৫৭ মিনিটে এই ফোন কলটি আসে৷ সেখানে মুকেশের পরিবারকে প্রাণে মারার হুমকি যেমন দেওয়া হয়, তেমনই হাসপাতালটি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়৷

advertisement

আরও পড়ুন :  অতিথির পাতে এই বিজয়ায় তুলে দিন বাড়িতে তৈরি সন্দেশ

আরও পড়ুন: আগামী সপ্তাহ থেকেই শুরু টেট-এর ফর্ম ফিল-আপ, পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন বিশদে

গত অগাস্ট মাসের ১৫ তারিখে এমনই একটি কল এসেছিল রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ফোনে৷ সেখানে এক ব্যক্তি আটবার ওই ফোনে ফোন করে৷ মুকেশকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়৷ তারপর পুলিশ অভিযোগ রুজু করে তদন্ত শুরু করে৷ এর পর মুম্বইয়ের পশ্চিম অংশ থেকে একজনকে গ্রেফতার করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

এর আগে, গতবছর একটি স্করপিও সেডান গাড়ি উদ্ধার হয় মুকেশের বাড়ির সামনে থেকেন৷ সেই গাড়িতে ছিল জিলেটিন স্টিক ও একটি হুমকি চিঠি৷ এই গাড়ি সে বারে প্রথমবার দেখতে পান মুকেশের বাড়ির নিরাপত্তারক্ষীরা৷ তাঁরা পুলিশে খবর দেন৷ পুলিশ বম্ব স্কোয়াড নিয়ে এসে গাড়ি বাজেয়াপ্ত করে৷

বাংলা খবর/ খবর/দেশ/
মুকেশ আম্বানির পরিবারকে খুনের হুমকি দিয়ে ফোন রিলায়েন্স হাসপাতালে, তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল