চলতি বছরের বাজেটে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা মিশনের ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ আয়ুস্মান ভারত ন্যাশনাল হেল্থ প্রোটেকশন স্কিমে ১০ কোটি দরিদ্র পরিবারকে বছরে পাঁচ লাখ টাকার স্বাস্থ্য বীমা দেবে সরকার ৷ কেন্দ্রীয় এই প্রকল্পের আওতায় রয়েছে প্রায় ২০ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল ৷
advertisement
অসম NRC ইস্যু: কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই আয়ুস্মান ভারত ন্যাশনাল হেল্থ প্রোটেকশন স্কিমের প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্নের জন্য প্রচুর কর্মী দরকার ৷ হেলথ স্কিমে নাম তোলা থেকে রোগীর নথি খতিয়ে দেখে চিকিৎসার সুযোগ করে দেওয়ার কাজের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে কেন্দ্র ৷ কিভাবে ওই স্কিমের সাহায্য পাওয়া যাবে সে সম্পর্কেও সহায়তা করার জন্য থাকবে লোক ৷ এছাড়া এই স্বাস্থ্য বীমার সুবিধে পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেক হাসপাতালে থাকবে এক জন করে ‘আয়ুস্মান মিত্র।’
আরও পড়ুন
একের পর এক এটিএম জালিয়াতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
শুধু এই স্কিমটি সুষ্ঠভাবে চালু করার জন্য দরকার হাজার হাজার কর্মী ৷ চাকরিপ্রার্থী শিক্ষিত যুবক যুবতীদের এই সব পদে নিয়োগের জন্য শ্রমমন্ত্রকের সাহায্য চেয়েছে কেন্দ্র ৷ মোদি সরকারের এই প্রকল্পের সৌজন্যে শুধু মাত্র স্বাস্থ্য সুরক্ষাই নয়, মিলবে কর্মসংস্থানও ৷
