রেলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং। এছাড়াও জেলার কামাখ্যাগুড়ি ও বীরপাড়ায় দুটি লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে রেলওয়ে ওভার ব্রিজ তৈরির পূর্ণাঙ্গ প্রস্তাব ব্যায় বরাদ্দসহ রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি। সঙ্গে তিনি নিশ্চিত করেন যে আগামী ২০২৭ সালের মধ্যেই শিলিগুড়ির সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নির্মীয়মাণ রেল পথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। তিনি বলেন, “ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব রূপে পরিচিত গ্যালিফুর সঙ্গে রেল পথে দেশকে জোড়ার কাজ শেষ হয়ে গেলে দুই দেশের আন্তর্জাতিক ব্যবসায় উন্নয়নের জোয়ার আসবে। আর সামচে ভুটানেও একটি আন্তর্জাতিক মানের শিল্প শহর গড়ার কাজ শুরু করেছে প্রতিবেশী দেশ ভুটান। ফলে প্রতিবেশী দেশের ওই দুই প্রধান শিল্প নগরীর সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হয়ে গেলে উত্তর-পূর্ব সীমান্ত রেলে এক নতুন দিগন্ত খুলে যাবে।”
advertisement
আরও পড়ুনঃ কোলাহল ছেড়ে নির্জনতা! রিকিসুমে প্রকৃতি ও ইতিহাসের অপূর্ব মিলন! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন
প্রথমে পণ্যবাহী এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানা গিয়েছে। অসমের কোকরাঝাড় থেকে মিলবে ট্রেন এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাট থেকে মিলবে ট্রেন।দুই প্রকল্পের জন্য মোট ৪০৩৩ কোটি টাকা আলিপুরদুয়ার ডিভিশনের হাতে তুলে দিয়েছে রেল বোর্ড। দ্রুত সার্ভের কাজ শেষ করে রেল লাইন পাতার কাজ শুরু করা হবে বলে জানা যায়। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল।রেল দফতরের কাছে দাবি রাখা হয়েছে যাতে পরবর্তী ধাপে হাসিমারা থেকে জেলার সীমান্ত শহর জয়গাঁ হয়ে আরও একটি রেল লাইনের মাধ্যমে ফুন্টসোলিংকেও জোড়া হয়।






