TRENDING:

একজন নির্দোষকে রাজনৈতিক স্বার্থের জন্য হেনস্থা করা হচ্ছে, জানালেন রবার্ট ভঢ়রার আইনজীবী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দীর্ঘ জেরার পর অবশেষে ইডি অফিস ছেড়েছেন রবার্ট ভঢ়রা । আর্থিক দুর্নীতির অভিযোগে আজই তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট । তারপরই এই নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন ভঢ়রার আইনজীবী সুমন জ্যোতি খৈতান।
advertisement

রবার্ট ভঢ়রা নির্দোষ ও তিনি কোনও ভুল করেননি । কেন্দ্র ইচ্ছাকৃতভাবে তাঁকে হেনস্থা করার জন্য এই কাজ করেছে ও এর নেপথ্যে তাঁদের রাজনৈতিক স্বার্থই রয়েছে, অভিযোগ খৈতানের । এর আগেও জয়পুরে তাঁকে হেনস্থা করা হয়েছিল ও আদালতে আপিল করার পর তাঁকে সুরক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল । সেই কারণেই নয়া পরোয়ানা জারি করেছে ইডি, জানিয়েছেন ভঢ়রার আইনজীবী ।

advertisement

ইডি যখন পরোয়ানা জারি করে সেই সময় নিজের মেয়ের চিকিৎসার জন্য আমেরিকায় ছিলেন ভঢ়রা ও কোনও কিছুর সম্ভাবনা রয়েছে আঁচ করে তিনি নিজে থেকেই আদালতে গিয়েছিলেন ও জানিয়েছিলেন তিনি ইডির সামনে হাজির হবেন । এই হাজিরার তারিখও তিনি নিজেই জানতে চেয়েছিলেন, সংবাদমাধ্যমকে জানিয়েছেন খৈতান।

আদালত আজকের তারিখ দেয় ও নিজে থেকেই তিনি ইডির সামনে হাজির হয়েছেন । কোনও কারণ ছাড়াই ইডি তাঁকে ডেকে পাঠায় । আলাদা পরোয়ানা জারি না করেই ইডি তাঁকে জেরা করার সিদ্ধান্ত নেয় ও এর থেকেই স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর মক্কেলকে টার্গেট করা হচ্ছে, জানিয়েছেন খৈতান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে ইডি তলব করবে আবারও হাজির হবেন রবার্ট বঢ়রা ও ইডির কোনও আইনই তিনি লঙ্ঘন করেননি । তিনি অত্যন্ত ভদ্রলোক ও আইন মেনে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন ও সহযোগীতা করবেন, মন্তব্য খৈতানের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
একজন নির্দোষকে রাজনৈতিক স্বার্থের জন্য হেনস্থা করা হচ্ছে, জানালেন রবার্ট ভঢ়রার আইনজীবী