TRENDING:

Chennai Legal Battle: ২০১৫ সালে ছাঁটাই, আইনি লড়াই জিতে ৭ বছর পর চাকরি ফিরে পেলেন প্রযুক্তিবিদ!

Last Updated:

Chennai Legal Battle: সেলভানকে চাকরিতে পুনর্বহাল করার জন্য টিসিএস-কে (TCS) নির্দেশ দিয়েছে শ্রম আদালত (Chennai Labour Court)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দীর্ঘ সাত বছরের লড়াই শেষে যুদ্ধজয়ের হাসি থিরুমালাই সেলভানের (Thirumalai Selvan) মুখে। চেন্নাইয়ের বাসিন্দা এই প্রযুক্তিবিদকে ২০১৫ সালে চাকরি থেকে ছাঁটাই করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)৷ চাকরি হারানোর পর প্রাথমিক ধাক্কা কাটিয়ে আইনি লড়াইয়ে নামেন সেলভান। সেই লড়াইয়ে জয়ী হয়েছেন তিনি। সেলভানকে চাকরিতে পুনর্বহাল করার জন্য টিসিএস-কে (TCS) নির্দেশ দিয়েছে শ্রম আদালত (Chennai Labour Court)। শুধু তাই নয়, তাঁকে সম্পূর্ণ বেতন, অন্য সুযোগ সুবিধা সহ ৭ বছরের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
Chennai Legal Battle
Chennai Legal Battle
advertisement

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেলভান ২০০১ সালে সফটওয়্যার প্রযুক্তিতে কাজ শুরু করেন। এর আগে অবশ্য নিজের মূল সেক্টরে কাজ করেছিলেন। ১ লক্ষ টাকা খরচের একটি কোর্স শেষ করার পরে ২০০৬ সালে একজন সহকারি সিস্টেম ইঞ্জিনিয়র হিসাবে টিসিএস-এ যোগ দেন। যদিও খারাপ পারফরম্যান্সের কারণ দেখিয়ে সেলভানকে ২০১৫ সালে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছিলেন সেলভান। মামলার শুনানিতে টিসিএস বলে যে সেলভান একটি ম্যানেজারিয়াল ক্যাডারে কাজ করছিলেন এবং কর্মীর অধীনে তিনি পড়েন না। আদালতকে জানানো হয়েছিল যে তিনি ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে কাজ করেছেন। খারাপ পারফরম্যান্সের কারণে তাঁকে ছাঁটাই করা হয়েছে।

advertisement

আরও পড়ুন :  রোগা হবেন? ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন? কালোজাম খেয়ে এর বীজ ভুলেও ফেলবেন না

২০১৫ সালে ছাঁটাইয়ের পরে রিয়েল এস্টেট ব্রোকারেজের মতো অন্যান্য অদ্ভুত চাকরির সঙ্গে সঙ্গে সফটওয়্যার প্রকল্পগুলিতে ফ্রিল্যান্স পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন সেলভান। তাঁর মাসিক বেতন ১০ হাজার টাকায় নেমে আসে। সংগ্রামের কথা স্মরণ করে সেলভান বলেন, "গত সাত বছরে আমি দেড়শোবারের বেশি আদালতে গিয়েছি।"

advertisement

আরও পড়ুন : বর্ষায় বদহজম ও পেটের গণ্ডগোলে কাতর? সুরাহা আপনার হাতের মুঠোয়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেলভানের আইনি লড়াইয়ে সমর্থন জানায় ফোরাম ফর আইটি এমপ্লয়িজ (Forum for IT Employees)। এটি প্রযুক্তিবিদদের জন্য একটি শ্রমিক ইউনিয়ন। শ্রম আদালতের রায়ের পর সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, "যে কোনও জায়গায় ন্যায়বিচার সর্বত্র আশা জোগায়। যারা কর্মচারীদের পদত্যাগ করতে বাধ্য করছে, তাদের জন্য এই রায় মনে রাখার মতো। আমাদের চেন্নাইয়ের শাখা দুর্দান্ত কাজ করেছে। ন্যায়বিচারের জন্য লড়াই করা ওই কর্মীকে স্যালুট।"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Chennai Legal Battle: ২০১৫ সালে ছাঁটাই, আইনি লড়াই জিতে ৭ বছর পর চাকরি ফিরে পেলেন প্রযুক্তিবিদ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল