এই রাজনীতির সবচেয়ে উজ্জ্বল তারকা হলেন নেতারা। তাঁরা নিয়মিত না হলেও বছরে কয়েকবার এলাকায় আসেন। কাউন্সিলর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকেই নিজ নিজ এলাকা পরিদর্শনে আসেন, অন্তত ভোট চাইতে তো বটেই! আসেন নিজের গাড়িতে চেপে।
আরও পড়ুন- ২০২৩ সালে সব থেকে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ড এগুলি, হ্যাক হয়েছে ১ সেকেন্ডে!
advertisement
পদাধিকারী হলে সেই গাড়ি সরকারের। আর পদ না থাকলে গাড়ি নিজের। সেই সব গাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকেন ভারতের স্বপ্ন দেখা নাগরিকেরা।
কেমন গাড়ি সব থেকে বেশি পছন্দ ভারতীয় নেতাদের, দেখে নেওয়া যাক এক নজরে—
Toyota Fortuner—
সব থেকে বেশি ব্যবহৃত হয় এই ধরনের গাড়ি। এর নির্ভরযোগ্যতা অনেক বেশি। তার পাশাপাশি যেকোনও রাস্তায়, যেকোনও পরিস্থিতিতে চলতে সক্ষম এই গাড়িটি। তাই রাজনৈতিক নেতারা এটিকে খুবই পছন্দ করেন। কনভয়ে Fortuna দেখা যায় প্রায় সব নেতার।
Mahindra Scorpio—
খুবই নির্ভরযোগ্য এই গাড়িটি দীর্ঘদিন ধরেই সরকারি কাজে বহুল ব্যবহৃত হচ্ছে। সব থেকে বড় বিষয় হল এটি দাম। সম্ভবত Ambassador-এর পরেই এই গাড়িটি যা নেতা মন্ত্রীরা ব্যাপক ভাবে ব্যবহার করেন।
আরও পড়ুন- ফোনের বারোটা বাজিয়ে দেয় ম্যালওয়্যার! বুঝবেন কীভাবে? এই লক্ষণগুলি খেয়াল করুন
Toyota Innova—
স্বাচ্ছ্ন্দ্য এবং ভরসার কারণে বিখ্যাত এই গাড়িটি, প্রায় গত এক দশক ধরে। দীর্ঘযাত্রার জন্য এই গাড়িটির কোনও বিকল্পই নেই। তাই রাজনৈতিক নেতাদের এত পছন্দ এটি।
Toyota Land Cruiser—
না এই গাড়িটি সাধারণ নেতারা ব্যবহার করেন না। পদ মর্যাদা বৃদ্ধি পেলে তবেই এই দামি গাড়িটির কথা ভাবা যায়। এই যেমন ভারতের প্রধানমন্ত্রীর জন্য বেছে দেওয়া হয়েছে একটি বুলেটপ্রুফ Land Cruiser LC200।
Maruti Suzuki CIAZ—
ব্যক্তিগত পরিসরে একটু আরামের জন্য নেতাদের পছন্দ এই গাড়িটি। ভারতের অনেক নেতাকেই দেখা যায় CIAZ-এর পিছনে গা এলিয়ে বসে থাকতে। এর আভিজাত্য অনেকটাই Ambassador-এর মতো।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F