রীণার পোশাকের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন একটু পরিবর্তন দরকার ৷ প্রতিটি মুহূর্তেই তিনি আপডেটেড থাকতে চান এই কথা তিনি জানিয়েছেন ৷ এই কারণেই রীণার গেটআপ পরিবর্তিত হয়েছে ৷ রীণা দিবেদীর লুকের হাজার হাজার মানুষ পাগল হয়েছেন বা হয়ে থাকেন ৷ এইবার রীণার লুক দেখে ফের বহু পুরুষ প্রেমে পড়েছেন তাঁর ৷ ২০১৯ সালে রীণা দিবেদীর (Reena Dwivedi) ছবি ভাইরাল হওয়ার পরে তিনি বিগ বসের অংশ বিশেষ হবেন এই নিয়ে ভক্তরা উৎসুখ হয়েছিলেন ৷
advertisement
ইনস্টাগ্রামে রীণা দিবেদীর ফলোয়ারের সংখ্যা ২ লক্ষেরও বেশি ৷ তিনি প্রতিদিনই তাঁর রোজনামচা ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৷ নিউজ এজেন্সি ANI রীণার ছবি শেয়ার করেছে ৷ যেখানে রীণাকে দেখতে পাওয়া গিয়েছে ইভিএম নিয়ে নির্বাচনী এক কর্মীর সঙ্গে ৷ রীণা দিবেদী এবার লখনউয়ের মোহনলালগঞ্জ বিধানসভার গোসাইগঞ্জ বুথে ১১৪-এ নির্বাচনী কাজ করছেন ৷
রীণা দিবেদী পিডব্লুডিতে কনিষ্ঠ সহযাক রূপে কাজ করেন ৷ নানান ওঠা নামায় পরিপূর্ণ তাঁর ব্যক্তিগত জীবন ৷ তিনি এক পুত্র সন্তানের জননী তবে ফিটনেস নিয়ে রীণা সর্বদা সচেতন থাকেন ৷ ২০১৩ সালে রোগে আক্রান্ত হয়ে রীণার স্বামীর মৃত্যু হয় ৷ ২০০৪ সালে পিডব্লুডির কর্মী সঞ্জয় দিবেদীর সঙ্গে বিয়ে হয়েছিল ৷ সেই সময়ে রীণার পোস্টিং সোনভদ্রতে ছিল ৷