TRENDING:

Opposition Meet: ঝড়ের গতিতে কাজ এগোচ্ছে বিরোধী জোটে, INDIA নামের পরে তৈরি হয়ে গেল ট্যাগ লাইনও!

Last Updated:

বিরোধী জোট নেতৃত্বের বক্তব্য, এই জোটের আবহে তাঁরা চাইছেন, দেশ বাঁচানোর লড়াইকে সামনে রেখে এগোতে। দেশের লড়াইয়ের কথা মাথায় রেখেই INDIA ও ভারত এই দুটো নাম রেখেছে জোট শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: নাম ঠিক হয়ে গিয়েছে৷ এবার বেঙ্গালুরুর জোট বৈঠকের পরের দিন আরও এক ধাপ এগোল বিজেপি বিরোধী জোট৷ জোটের নাম INDIA দেওয়ার পাশাপাশি, তৈরি করে ফেলা হল ট্যাগ লাইন। নাম দেওয়া হল ‘জিতেগা ভারত’। গত ২৩ জুনের পটনা বৈঠকের পরে গত মঙ্গলবারই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকেই নামকরণ করা হয় নতুন বিরোধী মঞ্চের৷ নাম হয়, I.N.D.I.A অর্থাৎ, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স৷
advertisement

নাম প্রস্তাব করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাতে প্রথমে সায় দেন স্টালিন৷ এরপর একে একে মেলে সম্মতি৷ তবে মমতার প্রস্তাবিত ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’-এর ‘ডেমোক্র্যাটিক’ শব্দটি বদলে ‘ডেভলপমেন্টাল’ করার প্রস্তাব দেন রাহুল গান্ধি৷ সেই প্রস্তাবে সম্মতও হন সকলে৷ এই ঘটনায় দীর্ঘ ১৯ বছরের পরে ভারতীয় রাজনীতি থেকে ধুয়ে মুছে গেল ইউপিএ৷

advertisement

আরও খবর: নয়া ভারত! বিরোধীদের INDIA-র পরেই মোদির মুখে NDA-র নামের নতুন ব্যাখ্যা, কী বললেন?

তবে সূত্রের খবর, এই ইন্ডিয়া নামকরণ খুব একটা মনে ধরেনি বিহারের মুখ্যমন্ত্রী তথা বিরোধী জোট-যজ্ঞের অন্যতম হোতা নীতীশ কুমারের৷ সূত্রের খবর, বৈঠকে নীতীশ কুমার বলেছিলেন, বিরোধী জোটের নাম কী করে ইন্ডিয়া হতে পারে৷ উপরন্তু, এতে বিজেপি জোটএনডিএ-র অক্ষরগুলোও রয়েছে৷ ইন্ডিয়া মেন ফ্রন্ট বা ইন্ডিয়া মেন অ্যালায়েন্সের মতো নাম প্রস্তাব করেছিলেন নীতীশ৷ তবে শেষমেশ সকলেই ইন্ডিয়ার পক্ষে রায় দেওয়ায় নীতীশ বলেন, ‘‘যদি সবাই রাজি থাকে, তাহলে ঠিক আছে৷’’

advertisement

অন্যদিকে, নামের পাশাপাশি, বিরোধী জোটের ট্যাগলাইনও তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই৷ সেটা হচ্ছে ‘জিতেগা ভারত’৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, আগামী বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। সেখানেই বিরোধী জোটের লোগো উন্মোচন হওয়ার কথা। পাশাপাশি, তৈরি করা হবে প্রচার কমিটিও। তার আগেই ট্যাগ লাইন প্রকাশ করে দেওয়া হল।

আরও পড়ুন: নাম দিলেন মমতা, তাতেই সায় রাহুল গান্ধির? কীভাবে হল বিজেপি বিরোধী জোটের নামকরণ..

advertisement

বিরোধী জোট নেতৃত্বের বক্তব্য, এই জোটের আবহে তাঁরা চাইছেন, দেশ বাঁচানোর লড়াইকে সামনে রেখে এগোতে। দেশের লড়াইয়ের কথা মাথায় রেখেই INDIA ও ভারত এই দুটো নাম রেখেছে জোট শিবির।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সব মিলিয়ে চব্বিশের তোড়জোড় যে বিরোধীরা কোমর বেঁধে শুরু করে দিয়েছে তা বলাই যায়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Opposition Meet: ঝড়ের গতিতে কাজ এগোচ্ছে বিরোধী জোটে, INDIA নামের পরে তৈরি হয়ে গেল ট্যাগ লাইনও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল