এর পাশাপাশি এফআইআর-এ উল্লেখ করা হয়েছে এই গোষ্ঠীর মধ্যে রয়েছে জামাত-উদ-দাওয়া, আল কায়দার মতো গোষ্ঠীও। এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ডি-কোম্পানি। আরও বলা হয়েছে, ভারত ছেড়ে যাওয়ার পর দাউদ আপাতত শোটা শাকিল, জাভেদ চিকনা ও ইকবাল মির্চিদের মতো লোকেদের সাহায্যে তাঁর নেটওয়ার্ক চালাচ্ছেন।
আরও পড়ুন - একশো বছরেও ক্ষমতা আসার ইচ্ছে নেই! লোকসভায় কংগ্রেসকে তুলোধনা করলেন মোদি
advertisement
এনআইএ-সূত্রের খবর, এঁরা ভারতের বিভিন্ন অংশে চালাচ্ছে স্লিপিং সেল বা গোপনে পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার মধ্যে রয়েছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিকে হামলার ছক। ব্যক্তিদের তালিকায় রয়েছেন বিখ্যাত রাজনীতিক, সেলেব্রিটি ও ব্যবসায়ী। এঁদের কার্যকলাপ দেশে সাম্প্রদায়িক হিংসায় ইন্ধন জোগাতে পারে বলেও মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৭,১৮,২০, ২১, ৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া ইউএপিএ-এর ধারা ৪০-এও অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: আপনার তেজ যাঁদের দেখার, তাঁরা দেখে নিয়েছেন, অতিরিক্ত করছেন কেন, অধীরকে কটাক্ষ মোদির
যদিও ডি কোম্পানি সূত্রে দাবি করা হয়েছে, এ সমস্ত অভিযোগই মিথ্যা। ভারতীয় তদন্তকারী সংস্থা এসব অভিযোগ করলেও প্রমাণ করতে পারবে না।