TRENDING:

Dawood Ibrahim and Chhota Shakeel: হঠাৎ ফের শিরোনামে ডি-কোম্পানি, দাউদ, ছোটা শাকিলের বিরুদ্ধে এফআইআর

Last Updated:

Dawood Ibrahim and Chhota Shakeel: এনআইএ-সূত্রে খবর, এরা ভারতের বিভিন্ন অংশে চালাচ্ছে স্লিপিং সেল বা গোপনে পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার মধ্যে রয়েছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিকে হামলার ছক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ন্যশনাল ইনভেস্টিগেশন এজেন্সি নতুন করে দাউদের গ্যাংয়ের ছ'জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল। সেই তালিকায় রয়েছেন দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল। একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ, ড্রাগ পাচার চক্র, অস্ত্রপাচার চক্র-সহ একাধিক অভিযোগে দাউদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার পরেই নতুন করে ভারতে প্রাসঙ্গিক হয়ে উঠল দাউদ ইব্রাহিম নামটি। যে এফআইআর করা হয়েছে, সেটিতে বলা হয়েছে, জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে দাউদের ডি-কোম্পানি।
Dawood Ibrahim had emerged as India's most wanted terrorist after the 1993 Mumbai bombings.
Dawood Ibrahim had emerged as India's most wanted terrorist after the 1993 Mumbai bombings.
advertisement

এর পাশাপাশি এফআইআর-এ উল্লেখ করা হয়েছে এই গোষ্ঠীর মধ্যে রয়েছে জামাত-উদ-দাওয়া, আল কায়দার মতো গোষ্ঠীও। এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ডি-কোম্পানি। আরও বলা হয়েছে, ভারত ছেড়ে যাওয়ার পর দাউদ আপাতত শোটা শাকিল, জাভেদ চিকনা ও ইকবাল মির্চিদের মতো লোকেদের সাহায্যে তাঁর নেটওয়ার্ক চালাচ্ছেন।

আরও পড়ুন - একশো বছরেও ক্ষমতা আসার ইচ্ছে নেই! লোকসভায় কংগ্রেসকে তুলোধনা করলেন মোদি

advertisement

এনআইএ-সূত্রের খবর, এঁরা ভারতের বিভিন্ন অংশে চালাচ্ছে স্লিপিং সেল বা গোপনে পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার মধ্যে রয়েছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিকে হামলার ছক। ব্যক্তিদের তালিকায় রয়েছেন বিখ্যাত রাজনীতিক, সেলেব্রিটি ও ব্যবসায়ী। এঁদের কার্যকলাপ দেশে সাম্প্রদায়িক হিংসায় ইন্ধন জোগাতে পারে বলেও মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৭,১৮,২০, ২১, ৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া ইউএপিএ-এর ধারা ৪০-এও অভিযোগ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: আপনার তেজ যাঁদের দেখার, তাঁরা দেখে নিয়েছেন, অতিরিক্ত করছেন কেন, অধীরকে কটাক্ষ মোদির

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

যদিও ডি কোম্পানি সূত্রে দাবি করা হয়েছে, এ সমস্ত অভিযোগই মিথ্যা। ভারতীয় তদন্তকারী সংস্থা এসব অভিযোগ করলেও প্রমাণ করতে পারবে না।

বাংলা খবর/ খবর/দেশ/
Dawood Ibrahim and Chhota Shakeel: হঠাৎ ফের শিরোনামে ডি-কোম্পানি, দাউদ, ছোটা শাকিলের বিরুদ্ধে এফআইআর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল