ভারতীয় সেনা সূত্রে খবর, জঙ্গি দমনে ইতিমধ্যেই অপারেশন ‘কাঁচি’ শুরু করেছে তাঁরা। জম্মু-কাশ্মীর পুলিশের তথ্য এবং গোয়েন্দা দফতরের সূত্রের উপর নির্ভর করে বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ঠিক তেমনই ওইদিন নৌসেরার লাম অঞ্চলে তল্লাশি চালানো হচ্ছিল।
এই প্রসঙ্গে ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডলে পোস্টে জানানো হয়, ” নির্দিষ্ট তথ্যের উপর নির্ভর করে, ৮-৯ই সেপ্টেম্বরে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে আমরা নৌসেরার লাম অঞ্চলে চিরুনি তল্লাশি শুরু করি।
advertisement
আরও পড়ুন: বিরাট শক্তি বাড়িয়ে আরও গভীর হচ্ছে নিম্নচাপ! তুমুল ভারী বৃষ্টি, কলকাতায় কী হবে?
এরপরেই আমাদের সঙ্গে জঙ্গিদের গুলি-যুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। আমরা দুটি একে ৪৭, এবং একটি পিস্তল উদ্ধার করেছি। এই অপারেশন আরও চলবে।”
আরও পড়ুন: বদলাপুরের পর জলগাঁও, মহারাষ্ট্রে ফের নাবালিকাকে ধর্ষণ করে পাথর ছুড়ে খুন!
ওই এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে এখনও অপারেশন চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই মাসে ২ তারিখ থেকেই জঙ্গি দমন অপারেশন শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা-জঙ্গি সংঘর্ষে এলাকা বারংবার উত্তপ্ত হলেও জঙ্গি অনুপ্রবেশ কড়া হাতে দমন করতে বদ্ধ পরিকর ভারতীয় সেনার তরফ থেকে তা জানানো হয়েছে।