ট্যুইট করে জম্মু-কাশ্মীরের পুলিশের তরফে এই খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, 'পান্থ চৌকের কাছে জেওয়ানে পুলিশ বাসকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ১৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।' নিহত পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন একজন এএসআই ও একজন সিলেকশন গ্রেড কনস্টেবল।
আরও পড়ুন: কাশী বিশ্বনাথধামে করিডোর উদ্বোধনে মোদি! মন্দির নির্মাণ কর্মীদের সঙ্গে একসারিতে সারলেন মধ্যাহ্নভোজ...
advertisement
ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইট করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ট্যুইট করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, 'শ্রীনগরের বাইরের দিতে পুলিশ বাসে জঙ্গিহামলার ভয়ানক খবর। এই ঘটনার তীব্র নিন্দা করি এবং একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও আহতদের জন্য প্রার্থনা করি।'
