এ দিন ধস নামার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্ট যিনি সেটি ক্যামেরাবন্দি (caught on camera) করেছেন, তিনি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন। তবে যে অংশে ধস নেমেছে, তার বিপরীত দিকে থাকায়, প্রাণে রক্ষা পেয়েছেন। ভিডিওটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি (Congress leader Srinivas BV)। ভিডিও দেখে অনেকের মন্তব্য, 'যথেচ্ছ ব্যবহার করায়, প্রকৃতি রুষ্ঠ। তার প্রতিশোধ নিচ্ছে।' হিমাচলের প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, এ দিন ধস নামে হিমাচল প্রদেশের সিরমাউর (Sirmaur) জেলার নাহাউন শহরের (Nahan town) একেবারে কাছে। সেখানে গত ৪৮ ঘণ্টা ধরে টানা বৃষ্টি হচ্ছিল।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের একটি বিশালাকৃতির অংশ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যেই আবার ভেঙে পড়ছে সংলগ্ন রাস্তা। তবে এত বড় বিপর্যয়েও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। যে রাস্তাটি ধসে গিয়েছে সেটি ৭০৭ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত থাকায়, বন্ধ রয়েছে যান চলাচল। এই মুহূর্তে ট্যুইটারে ট্রেন্ডিং ভিডিওটি।