TRENDING:

Delhi viral roll seller: বয়স মাত্র দশ, বিরাট চাটুতে রোল ভাজছে ছোট্ট ছেলে! গল্প শুনলে কুর্নিশ জানাবেন

Last Updated:

ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই ফুড ব্লগারের প্রশ্নের উত্তর দিতে দিতেই তাকে চিকেন এগ রোল বানিয়ে দিচ্ছে জসপ্রীত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: বয়স তার মাত্র দশ বছর৷ সামনের বিশাল লোহার চাটুটার সামনে তাকে যেন আরও ছোট লাগে৷ কিন্তু একরত্তি ওই ছেলেটার বুকের ছাতিটা অনেক চওড়া৷ তাই বাবার মৃত্যুর পর তাঁর রোলের দোকান চালাতে শুরু করেছে দশ বছরের ওই বালক৷
রোল বিক্রি করছে ছোট্ট জসপ্রীত৷ Photo- mrsinghfoodhunter
রোল বিক্রি করছে ছোট্ট জসপ্রীত৷ Photo- mrsinghfoodhunter
advertisement

নেট মাধ্যমের সৌজন্যে জসপ্রীত নামে দশ বছরের ওই বালকের গল্প বহু মানুষের নজর কাড়ে৷ তাঁদের মধ্যে অন্যতম শিল্পপতি আনন্দ মহিন্দ্রা৷ জসপ্রীতের সাহস এবং মনের জোর দেখে তিনিও মুগ্ধ৷ আনন্দ মহিন্দ্রার আশ্বাস, জসপ্রীতের পাশে থাকবে মহিন্দ্রা গোষ্ঠী, যাতে বাবার দোকান চালাতে গিয়ে জসপ্রীতের পড়াশোনা না থমকে যায়৷

আরও পড়ুন: প্রকাশিত হল ISC-র ফলাফল, দ্বাদশের ফলে পাশের হারে এগিয়ে মেয়েরা, রাজ্যের ফল কেমন হল?

advertisement

জসপ্রীতের গল্প প্রথম সামনে আনেন সর্বজিৎ সিং নামে একজন ফুড ব্লগার৷ ইনস্টাগ্রামে তাঁর পোস্ট থেকেই জানা যায়, দিল্লির তিলক নগর এলাকায় রাস্তার ধারে বাবার খাবারের দোকান চালাচ্ছে দশ বছরের জসপ্রীত৷ মস্তিষ্কে টিবি-তে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর অথৈ জলে পড়ে জসপ্রীত এবং তার দিদি৷

ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই ফুড ব্লগারের প্রশ্নের উত্তর দিতে দিতেই তাকে চিকেন এগ রোল বানিয়ে দিচ্ছে জসপ্রীত৷ রীতিমতো দক্ষ হাতে কয়েক মিনিটের মধ্যেই রোল তৈরি করে ফেলে ছোট্ট বালক৷ কথায় কথায় সে জানায়, কিছুদিন আগেই ব্রেন টিবি-তে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার বাবার৷ বাবার কাছ থেকেই রোল বানানো শিখেছে সে৷ বাড়িতে জসপ্রীত ছাড়াও তার ১৪ বছরের দিদি রয়েছে৷ তবে জসপ্রীত এবং তার দিদি দিল্লিতে থাকলেও তাদের মা পঞ্জাবেই থাকেন৷ মা কেন তাদের কাছে থাকে না, তা জিজ্ঞেস করলে জসপ্রীত জানায়, ‘মায়ের এখানে থাকতে ভাল লাগে না৷’ দিল্লিতে তাদের কাকা জসপ্রীত এবং তার দিদির খেয়াল রাখেন৷ তবে জসপ্রীত জানিয়েছে, এত কিছুর মধ্যেও নিজের পড়াশোনা চালু রেখেছে সে৷

advertisement

জসপ্রীতকে নিয়ে এই ভাইরাল ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় আনন্দ মহিন্দ্রা লেখেন, ‘সাহসের আর এক নাম জসপ্রীত৷ কিন্তু ওর পড়াশোনায় অসুবিধা যেন না হয়৷ যতদূর জানতে পেরেছি, জসপ্রীত দিল্লির তিলক নগরে থাকে৷ যদি কারও কাছে ওর সঙ্গে যোগাযোগের নম্বর থাকে, দয়া করে জানান৷ মহিন্দ্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করা হবে যাতে ওর পড়াশোনা থমকে না যায়, তা নিশ্চিত করার৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জসপ্রীতের ওই ভিডিও যিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, সর্বজিৎ সিং নামে ওই ফুড ব্লগারও ভিডিও শ্যুট করতে করতেই বলেন, ‘মাঝেমধ্যে এমন ভিডিও করতে হয়, শব্দ হারিয়ে যায়৷ যসপ্রীত, তুমি চিন্তা করো না, এই ভিডিও দেখে মানুষ তোমাকে প্রচুর ভালবাসা দেবে৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi viral roll seller: বয়স মাত্র দশ, বিরাট চাটুতে রোল ভাজছে ছোট্ট ছেলে! গল্প শুনলে কুর্নিশ জানাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল