তেলেঙ্গানার বাঞ্জারুপাল্লে গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নাম গঙ্গাধর। অভিযোগ স্ত্রীর সঙ্গে প্রতারণা করে তিনি নিজের দাদার স্ত্রী বা বৌদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই অভিযোগ খণ্ডন করতে অগ্নিপরীক্ষা দিতে হয় গঙ্গাধরকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অগ্নিকুণ্ডের চারধারে পরিক্রমা করে পা রাখছেন গরম কয়লায়।
আরও পড়ুন : দীর্ঘ প্রেমের পর সারোগেসিতে পিতৃত্ব, সন্তানদের এক বছরের জন্মদিনে বিয়ে করেন সমকামী জুটি
advertisement
তবে আশ্চর্যের বিষয় হল, গঙ্গাধরের নামে কোনও অভিযোগ আনেনি তাঁর স্ত্রী। কিন্তু অন্য সূত্র থেকে অভিযোগ পৌঁছয় গ্রামের পঞ্চায়েতের কাছে। তার পরই বসে বিচারসভা। সেখানে সিদ্ধান্ত হয় তাঁকে অগ্নিপরীক্ষা দিতে হবে। কিন্তু অগ্নিপরীক্ষায় সফল হয়েও রেহাই নেই। অভিযোগ, পঞ্চায়েত থেকে জোর করে তাঁকে দোষ স্বীকার করতে বাধ্য করা হচ্ছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 1:15 PM IST