জানা গিয়েছে ওই যুবকের নাম ভেঙ্কটেশ। বাড়ি তেলেঙ্গানার রামকৃষ্ণপুরে। জানা গিয়েছে, স্পোর্টস বাইক কেনা বহুদিনের ইচ্ছা ছিল তাঁর। বহুদিন ধরেই সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার স্বপ্ন ছিল ভেঙ্কটেশের। কিন্তু আড়াই লাখের উপর টাকা জমানোর অত্যন্ত কষ্টকর ছিল তাঁর পক্ষে। শেষে টাকা জমাতে রোজ সময়ে পেলেই ১ টাকা কয়েন জমাতে শুরু করেন তিনি।
advertisement
প্রতিদিন বেশ কয়েকবার সময় পেলেই ১ টাকার কয়েন জমাতেন ভেঙ্কটেশ। শেষে ১১২ ব্যাগ ভর্তি ১ টাকার কয়েন নিয়ে হাজির হন স্থানীয় একটি বাইকের শো রুমে। এতোগুলি ব্যাগ আনতে সাহায্য করেন তাঁর বন্ধুরা। এতোগুলো ব্যাগ দেখে ঘাবড়ে যান শো রুমের কর্মীরা। প্রতিবেদন অনুযায়ী, শো-রুমের কর্মীরা কিছুতেই এতোগুলো কয়েক গুনতে চাননি। কিন্তু শেষে ভেঙ্কটেশের কথা শুনে কয়েন গুনতে রাজি হন তাঁরা।
আরও পড়ুন, ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি', মহিলার উদ্দেশ্যে হঠাৎ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
জানা গিয়েছে, শো-রুমের কর্মীদের পক্ষে কয়েন গোনার কাজ মোটেও সহজ ছিল না। দিনের হাফ সময় চলে গিয়েছে কয়েন গুনতে গিয়ে। শেষে দেখা যায় ২.৮৫ লাখ টাকা জমিয়েছিলেন ভেঙ্কটেশ। তারপরেই শো রুমের কর্মীরা ভেঙ্কটেশকে জানান, এই টাকায় একটা স্পোর্টস বাইক হয়ে যাবে।
আরও পড়ুন, 'জতুগৃহ' ট্য়াংরা, রাবারের কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন
এর পরেই শো রুমের কর্মীরা ভেঙ্কটেশকে একটি নতুন স্পোর্টস বাইক দেন। ১ টাকার কয়েন গোনার কাজ মোটেও সহজ ছিল না শো রুমের কর্মীদের কাছে। শেষে তাঁরা ভেঙ্কটেশের ইচ্ছা পূরণের জন্য কয়েন গোনার কাজ শুরু করেন তাঁরা।