Assembly Elections Result 2023 ( বিধানসভা নির্বাচনের ফলাফল) LIVE Updates
প্রথমিক ট্রেন্ড অনুযায়ী, তেলঙ্গানায় অনেকটাই এগিয়ে গিয়েছে কংগ্রেস। রিপোর্ট অনুযায়ী, ভোট গণনা শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ৬২ আসনে, বিআরএস এগিয়ে রয়েছে ৩৬টি এগিয়ে। বিজেপি এগিয়ে মাত্র ৫ আসনে, মিম এগিয়ে রয়েছে ৫ আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে একটি আসনে।
advertisement
আরও পড়ুন: রাজস্থান, মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি, তেলঙ্গানা ও ছত্তিশগড়ে ব্যবধান বাড়াচ্ছে কংগ্রেস
আরও পড়ুন: ‘সিপিএমের অনেক নেতার সঙ্গে কথা হয়েছে’, খেজুরি থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
তেলঙ্গানার বিজেপি নেতা ডঃ প্রকাশ রেড্ডি এএনআই-কে বলেন, ‘বিআরএস সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। জনগণের মধ্যে বিআরএস বিরোধী মনোভাব রয়েছে। আমরা আশা করছি এই নির্বাচনে বেশ ভালো সংখ্যক আসন পাব।’ এদিকে হায়দরাবাদে কংগ্রেস নেতা মাল্লু রবি বলেন, ‘কংগ্রেস রাজ্যে ৭৫ থেকে ৯৫টি আসনে জিতবে। বিআরএস ১৫ থেকে ২০টি আসন পেতে পারে। বিজেপি ৬-৭টি আসন পেতে পারে।’ এতটা না হলেও এখনই যা পরিস্থিতি, তাতে সরকার গড়ার দিকে এগোচ্ছে হাত শিবির।
আরও পড়ুন: মহিলাদের বিরুদ্ধেও কি ধর্ষণের অভিযোগ আনা যায়? উত্তর খুঁজবে সুপ্রিম কোর্ট
দেশের সবথেকে নবীন রাজ্য তেলঙ্গানা। বিগত প্রায় এক দশক ধরে এই রাজ্য ক্ষমতায় আছেন কে চন্দ্রশেখর রাও। কার্যত বিনা চ্যালেঞ্জেই গত দু’টি নির্বাচনে এই রাজ্যে নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালের ভোটের প্রেক্ষাপটটি ভিন্ন। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে এই রাজ্যে। বিজেপি এবং কংগ্রেসের মতো সর্বভারতীয় দল কেসিআর-এর বিরুদ্ধে লড়াই করেছে। রাজ্য জুড়ে ত্রিমুখী লড়াই হয়েছে এখানে। যদিও প্রাথমিক ট্রেন্ড হিসেবে, কংগ্রেসের পাল্লাই ভারী।