Telangana Election Result 2023 : চন্দ্রশেখরের ধরাশায়ী হওয়ার ইঙ্গিত! এই প্রথম নতুন 'হাতে' তেলঙ্গানা?স্পষ্ট ট্রেন্ড

Last Updated:

Telangana Election Result 2023 : প্রথমিক ট্রেন্ড অনুযায়ী, তেলঙ্গানায় অনেকটাই এগিয়ে গিয়েছে কংগ্রেস।

কে এগিয়ে, কে পিছিয়ে?
কে এগিয়ে, কে পিছিয়ে?
হায়দরাবাদ: ১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে জিততে ৬০ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে যে কোনও দলকে। এই রাজ্যে লড়াই মূলত কেসিআর-এর বিআরএস বনাম কংগ্রেসের মধ্যে। তাছাড়া বিজেপি এবং এআইএমআইএম-ও উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করতে চলেছে এখানে। এই আবহে এই দক্ষিণী রাজ্যের ভোটের ফলাফলে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গিয়েছে কংগ্রেস।
প্রথমিক ট্রেন্ড অনুযায়ী, তেলঙ্গানায় অনেকটাই এগিয়ে গিয়েছে কংগ্রেস। রিপোর্ট অনুযায়ী, ভোট গণনা শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ৬২ আসনে, বিআরএস এগিয়ে রয়েছে ৩৬টি এগিয়ে। বিজেপি এগিয়ে মাত্র ৫ আসনে, মিম এগিয়ে রয়েছে ৫ আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে একটি আসনে।
advertisement
advertisement
তেলঙ্গানার বিজেপি নেতা ডঃ প্রকাশ রেড্ডি এএনআই-কে বলেন, ‘বিআরএস সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। জনগণের মধ্যে বিআরএস বিরোধী মনোভাব রয়েছে। আমরা আশা করছি এই নির্বাচনে বেশ ভালো সংখ্যক আসন পাব।’ এদিকে হায়দরাবাদে কংগ্রেস নেতা মাল্লু রবি বলেন, ‘কংগ্রেস রাজ্যে ৭৫ থেকে ৯৫টি আসনে জিতবে। বিআরএস ১৫ থেকে ২০টি আসন পেতে পারে। বিজেপি ৬-৭টি আসন পেতে পারে।’ এতটা না হলেও এখনই যা পরিস্থিতি, তাতে সরকার গড়ার দিকে এগোচ্ছে হাত শিবির।
advertisement
দেশের সবথেকে নবীন রাজ্য তেলঙ্গানা। বিগত প্রায় এক দশক ধরে এই রাজ্য ক্ষমতায় আছেন কে চন্দ্রশেখর রাও। কার্যত বিনা চ্যালেঞ্জেই গত দু’টি নির্বাচনে এই রাজ্যে নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালের ভোটের প্রেক্ষাপটটি ভিন্ন। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে এই রাজ্যে। বিজেপি এবং কংগ্রেসের মতো সর্বভারতীয় দল কেসিআর-এর বিরুদ্ধে লড়াই করেছে। রাজ্য জুড়ে ত্রিমুখী লড়াই হয়েছে এখানে। যদিও প্রাথমিক ট্রেন্ড হিসেবে, কংগ্রেসের পাল্লাই ভারী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Telangana Election Result 2023 : চন্দ্রশেখরের ধরাশায়ী হওয়ার ইঙ্গিত! এই প্রথম নতুন 'হাতে' তেলঙ্গানা?স্পষ্ট ট্রেন্ড
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement