মহিলাদের বিরুদ্ধেও কি ধর্ষণের অভিযোগ আনা যায়? উত্তর খুঁজবে সুপ্রিম কোর্ট

Last Updated:

এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়৷ শেষ পর্যন্ত মীমাংসা করতে ওই বৃদ্ধা তাঁর পুত্রবধূকে ১১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন৷

সুপ্রিম কোর্ট৷
সুপ্রিম কোর্ট৷
নয়াদিল্লি: একজন মহিলার বিরুদ্ধে কি ধর্ষণের অভিযোগ আনা যায়? এই প্রশ্নেরই উত্তর খুঁজে দেখতে রাজি হল সুপ্রিম কোর্ট৷ একটি মামলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন পঞ্জাবের বাসিন্দা এক মহিলা৷ ওই মামলায় মহিলার ছেলের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ রয়েছে৷ মহিলার আবেদনের ভিত্তিতেই এই পর্যবেক্ষণ জানিয়েছে শীর্ষ আদালত৷
তবে আবেদনকারী ৬১ বছর বয়সি ওই মহিলাকে রক্ষাকবচ দিলেও একই সঙ্গে পঞ্জাব সরকারকে বিষয়টি নিয়ে জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত৷ আূবেদনকারী ওই মহিলার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তাঁরই পুত্রবধূ৷
বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে৷ আবেনকারী মহিলাকে চার সপ্তাহ গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয় আদালত৷ একই সঙ্গে তদন্তে সহযোগিতার জন্যও তাঁকে নির্দেশ দিয়েছে আদালত৷
advertisement
advertisement
ওই মহিলার হয়ে করা আবেদনে তাঁর আইনজীবী জানান, মহিলার বিরুদ্ধে যে ধারাগুলিতে মামলা হয়েছে তার মধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২) ধারায় আনা বারংবার ধর্ষণের অভিযোগটিই জামিন অযোগ্য৷ ওই ধারায় দোষী সাব্যস্ত হলে ন্যূনতম দশ বছরের জেল, এমন কি যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিও হতে পারে৷ সুপ্রিম কোর্টেরই নির্দেশ উল্লেখ করে আবেদনকারীর আইনজীবী দাবি করেন, একজন মহিলার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা যায় না৷
advertisement
জানা গিয়েছে, বিধবা ওই মহিলার পুত্রবধূর সঙ্গে তাঁর আমেরিকা নিবাসী ছেলের সম্পর্ক ছিল৷ কিন্তু কখনওই দু জনের দেখা হয়নি৷ এফআইআর অনুযায়ী, ভার্চুয়াল বিয়ের পর অভিযোগকারিণী মহিলার পুত্রবধূর হিসেবে তাঁর সঙ্গেই থাকতে শুরু করেন৷
এর কিছুদিন পরে ওই বৃদ্ধার ছোট ছেলে পর্তুগাল থেকে ফেরেন৷ ওই বৃদ্ধার দাবি, ছোট ছেলে ফিরে আসতেই তাঁর পুত্রবধূ বড় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান৷ উল্টে বড় ছেলের ওই পুত্রবধূ বৃদ্ধার ছোট ছেলের সঙ্গে পর্তুগালে যেতে জেদ ধরেন৷
advertisement
এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়৷ শেষ পর্যন্ত মীমাংসা করতে ওই বৃদ্ধা তাঁর পুত্রবধূকে ১১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন৷ এর পরেও অভিযোগকারিণী স্থানীয় থানায় গিয়ে ওই বৃদ্ধা এবং তাঁর ছেলের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা করে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহিলাদের বিরুদ্ধেও কি ধর্ষণের অভিযোগ আনা যায়? উত্তর খুঁজবে সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement