বিধানসভায় এসে তদন্ত, মাপজোক! বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগে তৎপর পুলিশ

Last Updated:

পরপর দু'দিন একই ঘটনা ঘটে। তৃণমূল পরিষদীয় দলের অভিযোগ, জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময় স্লোগান দেয় বিজেপি।

বিধানসভায় এসে ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করে পুলিশ৷
বিধানসভায় এসে ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করে পুলিশ৷
কলকাতা: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগের তদন্ত। শনিবার তদন্তে বিধানসভায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিন আম্বেদকর মূর্তি থেকে গাড়ি বারান্দা অবধি তারা ভিডিওগ্রাফি করেন। বিধানসভার নকশা দেখে তারা দূরত্ব মেপে দেখেন। এছাড়া সিসি ক্যামেরার অবস্থান ও সেদিনের ফুটেজ তারা দেখেছেন।
প্রসঙ্গত গত ২৮, ২৯ ও ৩০ নভেম্বর বিধানসভার আম্বেদকর মূর্তির নীচে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অবস্থানে বসেছিল তৃণমূল কংগ্রেস। ২৯ তারিখ তৃণমূলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে আম্বেদকর মূর্তি থেকে কয়েক মিটার দূরত্বের মধ্যেই গাড়ি বারান্দার নীচে বসে বিক্ষোভ দেখায় বিজেপিও।
advertisement
advertisement
পরপর দু’দিন একই ঘটনা ঘটে। তৃণমূল পরিষদীয় দলের অভিযোগ, জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময় স্লোগান দেয় বিজেপি। যা জাতীয় সঙ্গীতের অবমাননা। বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয় তৃণমূল৷
এই অভিযোগের প্রেক্ষিতে দুটি অভিযোগ দায়ের হয় থানায়। তারই তদন্ত করছে লালবাজার।ইতিমধ্যেই সোম ও মঙ্গলবার একাধিক বিজেপি বিধায়ককে ডেকে পাঠিয়েছে লালবাজার। তার প্রেক্ষিতেই এদিন তদন্তে বিধানসভায় আসেন গোয়েন্দা বিভাগের পুলিশ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, তদন্ত তদন্তের মতোই চলবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধানসভায় এসে তদন্ত, মাপজোক! বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগে তৎপর পুলিশ
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement