গত শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে৷ অভিযুক্তদের মধ্যে রয়েছে এক বিধায়কের ছেলে সহ বেশ কয়েকজন প্রভাবশালীর সন্তানও৷ সব মিলিয়ে পাঁচ জন ছাত্র ওই কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷
আরও পড়ুন: "মুসওয়ালা আমাদের ভাইকে মেরেছে, তাই ওকে খুন করেছি": স্বীকার গ্যাংস্টার শচিন বিষ্ণোইয়ের
জানা গিয়েছে, গত শনিবার এক বন্ধুর সঙ্গে ওই পানশালায় যায় ১৭ বছর বয়সি ওই নাবালিকা৷ যদিও সেই বন্ধুটি আগেই পানশালা থেকে চলে যায়৷ এর পরেই অভিযুক্তদের দলটির সঙ্গে আলাপ হয় ওই কিশোরীর৷ বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে কিশোরীকে নিজেদের গাড়িতে তুলে নেয় তারা৷
advertisement
পানশালা থেকে বেরিয়ে প্রথমে একটি পেস্ট্রির দোকানে যায় তারা৷ তার পরেই মার্সিডিজ গাড়ির ভিতরে কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷
এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, জুবিলি হিলস এলাকায় গাড়িটি নিয়ে গিয়ে দাঁড় করায় অভিযুক্তরা৷ এর পর পালা করে কিশোরীকে ধর্ষণ করে পাঁচ ছাত্র৷ একজন যখন কিশোরীর উপরে অত্যাচার চালাচ্ছিল, তখন বাকিরা গাড়ির বাইরে পাহারা দিতে থাকে৷
আরও পড়ুন: মৃত্যুর কয়েক মিনিট আগে হোটেলের করিডোরে কী করছিলেন কেকে? ভাইরাল হল সিসিটিভি ফুটেজ!
প্রথমে কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে সম্মানহানির অভিযোগ দায়ের করে পুলিশ৷ কিন্তু পরে কিশোরীর জবানবন্দি নেওয়ার সময় ধর্ষণের মামলা রুজু করা হয়৷
কিশোরী প্রথমে নিজের বাবাকে সবকিছু খুলে বলতে পারেনি৷ পরে পুলিশের মহিলা অফিসারদের সামনেই গোটা ঘটনা খুলে বলে সে৷ এক পুলিশ অফিসার এনডিটিভি-কে জানিয়েছেন, 'অভিযুক্তদের কারওরই পরিচয় বলতে পারেনি নির্যাতিতা৷ শুধু একজনের নাম বলতে পেরেছে সে৷ সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের সন্ধান চলছে৷'