TRENDING:

Tamil nadu News: বিয়ের কার্ডে অ্যাপেলের ম্যাকবুক! তামিলনাড়ুর দম্পতির কান্ডে অবাক হবেন আপনিও

Last Updated:

Tamil nadu News: বিয়ের আগেই বিশেষ চমক। অ্য়াপেলের ম্যাকবুকের আদলে তৈরি হল বিশেষ ওয়েডিং কার্ড! তামিলনাড়ুর দম্পতির কান্ডে অবাক হবেন আপনিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধর্মপুরি : বাড়িতে বিয়ে লাগলে ব্যস্ত হয়ে পড়েন সবাই৷ প্যান্ডেল, পুরোহিত, বিয়ের সাজসজ্জা কেনার ধুম লেগে যায়৷ এই ডিজিটাল যুগেও বিয়ের কার্ড ছাপানোর তোরজোড় শুরু হয়ে যায় প্রবলভাবে৷ সাধারণ মানুষ আগে কার্ড বেছে নেন, তারপরে এর ভিতরে কী লেখা হবে সেটা ঠিক করেন৷ এরপর সেটিকে ছাপানো হয় এবং আত্মীয়সজনের মধ্যে বিতরণের প্রক্রিয়া শুরু করেন৷ কার্ডের নকশা ভালো হলে সবাই তার প্রশংসাও করেন৷ সম্প্রতি একটা ঘটনা সামনে এসেছে৷ এক ব্যক্তি বিয়ের কার্ডকে তৈরি করেছেন অবিকল অ্যাপেল ম্যাকবুকের আদলে৷ যা চমক দেওয়ার জন্য যথেষ্ট৷
বিয়ের কার্ডে অ্য়াপেলের ম্যাকবুক! তামিলনাড়ুর দম্পতির কান্ডে অবাক হবেন আপনিও৷
বিয়ের কার্ডে অ্য়াপেলের ম্যাকবুক! তামিলনাড়ুর দম্পতির কান্ডে অবাক হবেন আপনিও৷
advertisement

মনোজ নামের সেই ব্যক্তি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন৷ যেখানে দেখা গিয়েছে, বিয়ের কার্ডটি দেখতে অবিকল ল্যাপটপের মতো। তিনি জানান, ১৬ সেপ্টেম্বর তামিলনাড়ুর ধর্মপুরিতে তাঁর বিয়ে হয়। বিয়ের জন্য তিনি যে কার্ডটি ছাপিয়েছিলেন তা এতই অনন্য এবং ভিন্ন ছিল যে, অনেকে সেটি হাতে পেয়ে চমকে গিয়েছিল৷

আরও পড়ুন : শ্রমিকদের দুর্দশার দিন এবার শেষ! এই এক যন্ত্রেই এবার মুহুর্তে পরিষ্কার করা যাবে নর্দমা

advertisement

কী কী বৈশিষ্ট্য ছিল কার্ডটির৷ এর উপরে ছিল Apple MacBook Pro লেখা৷ ঠিক যেমন Apple কোম্পানির ল্যাপটপের ডিজাইন হয়ে থাকে। ওপর থেকে হঠাৎ দেখলে কার্ডটিকে হুবহু ল্যাপটপের মতো মনে হবে। সেটি খুললে ভিতরের দিকে রয়েছে একটি বোতাম। উপরে একটি কাগজেরই স্ক্রিন রয়েছে, যেখানে গুগলের মতো দম্পতির ছবি রয়েছে এবং বিয়ে সংক্রান্ত যাবতীয় তথ্য গুগল সার্চ করলে যেভাবে আসে সেই অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয়, নতুন ল্যাপটপ যেভাবে প্যাক করা হয় সেভাবেই কার্ডটি প্যাক করা হয়েছে।

advertisement

আরও পড়ুন : IAS-কে বাঁচাতে দশ হাজার টাকা চেয়েছিল ডুবুরিরা! যমুনায় ঝাঁপ দিয়ে একাই চারজনকে বাঁচালেন তরুনী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ভিডিওটি প্রায় ৬৮ লাখ ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য প্রতিক্রিয়াও দিয়েছেন। অনেকেই প্রশ্ন করেন এই বিয়ের কার্ডের দাম কত? একজন বলেছেন যে, কার্ডের নকশাটি খুবই অনন্য৷ তবে অনেকে রাগও করেছেন৷ তারা বলেছেন, এটি ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যায় না, কারণ কার্ডে ঈশ্বরের ছবি থাকে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tamil nadu News: বিয়ের কার্ডে অ্যাপেলের ম্যাকবুক! তামিলনাড়ুর দম্পতির কান্ডে অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল