মনোজ নামের সেই ব্যক্তি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন৷ যেখানে দেখা গিয়েছে, বিয়ের কার্ডটি দেখতে অবিকল ল্যাপটপের মতো। তিনি জানান, ১৬ সেপ্টেম্বর তামিলনাড়ুর ধর্মপুরিতে তাঁর বিয়ে হয়। বিয়ের জন্য তিনি যে কার্ডটি ছাপিয়েছিলেন তা এতই অনন্য এবং ভিন্ন ছিল যে, অনেকে সেটি হাতে পেয়ে চমকে গিয়েছিল৷
আরও পড়ুন : শ্রমিকদের দুর্দশার দিন এবার শেষ! এই এক যন্ত্রেই এবার মুহুর্তে পরিষ্কার করা যাবে নর্দমা
advertisement
কী কী বৈশিষ্ট্য ছিল কার্ডটির৷ এর উপরে ছিল Apple MacBook Pro লেখা৷ ঠিক যেমন Apple কোম্পানির ল্যাপটপের ডিজাইন হয়ে থাকে। ওপর থেকে হঠাৎ দেখলে কার্ডটিকে হুবহু ল্যাপটপের মতো মনে হবে। সেটি খুললে ভিতরের দিকে রয়েছে একটি বোতাম। উপরে একটি কাগজেরই স্ক্রিন রয়েছে, যেখানে গুগলের মতো দম্পতির ছবি রয়েছে এবং বিয়ে সংক্রান্ত যাবতীয় তথ্য গুগল সার্চ করলে যেভাবে আসে সেই অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয়, নতুন ল্যাপটপ যেভাবে প্যাক করা হয় সেভাবেই কার্ডটি প্যাক করা হয়েছে।
আরও পড়ুন : IAS-কে বাঁচাতে দশ হাজার টাকা চেয়েছিল ডুবুরিরা! যমুনায় ঝাঁপ দিয়ে একাই চারজনকে বাঁচালেন তরুনী
এই ভিডিওটি প্রায় ৬৮ লাখ ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য প্রতিক্রিয়াও দিয়েছেন। অনেকেই প্রশ্ন করেন এই বিয়ের কার্ডের দাম কত? একজন বলেছেন যে, কার্ডের নকশাটি খুবই অনন্য৷ তবে অনেকে রাগও করেছেন৷ তারা বলেছেন, এটি ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যায় না, কারণ কার্ডে ঈশ্বরের ছবি থাকে।