Uttar Pradesh News: শ্রমিকদের দুর্দশার দিন এবার শেষ! এই এক যন্ত্রেই এবার মুহুর্তে পরিষ্কার করা যাবে নর্দমা

Last Updated:

Uttar Pradesh News: শ্রমিকদের দুর্দশার দিন এবার শেষ! ময়লা পরিষ্কার করতে আর নামতে হবে নর্দমার ভিতরে। এবার এই এক যন্ত্রেই মুহুর্তে পরিষ্কার করা যাবে নর্দমা।

নর্দমা পরিষ্কারের জন্য বাজারে চলে এলো বিশেষ রোবটিক যন্ত্র৷
নর্দমা পরিষ্কারের জন্য বাজারে চলে এলো বিশেষ রোবটিক যন্ত্র৷
কানপুর: ড্রেন পরিষ্কার করতে নেমে অনেক সময় সমস্যার সম্মুখীন হন শ্রমিকরা৷ বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে কখনও কখনও তাদের মৃত্যুও ঘটে৷ এবার হয়তো সেই সমস্যার সমাধান হতে চলেছে৷ আইআইটি কানপুরের ইনকিউবেটর সংস্থা একটি রোবটিক মেশিন তৈরি করেছে৷ এর সাহায্যে ড্রেন এবং নর্দমা পরিষ্কার অনেক সহজ হবে৷ শ্রমিকদেরও আর নর্দমায় প্রবেশ করতে হবে না৷
আইআইটি কানপুরের ইনকিউবেটর কোম্পানি আর্ক রোবোটিক্স এই ডিভাইসটি তৈরি করেছে। আইআইটি কানপুরের তৈরি এই ডিভাইসটির দাম ৫৫ লাখ টাকা। কর্পোরেশনের তরফে জানানো হয়েছে এমনিতে মেশিনগুলির দাম প্রায় এক থেকে দেড় কোটি টাকা৷ সেখানে আইআইটি কানপুর দ্বারা তৈরি রোবটিক যন্ত্রটির দাম অনেকটাই কম, এটি অনেক বেশি উন্নত এবং কার্যকরী।
advertisement
advertisement
জানা গিয়েছে, রোবটিক মেশিন দিয়ে মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই নর্দমা ট্যাঙ্ক পরিষ্কার করা যাবে। যে মেশিনটিকে চালাবে তাকে নর্দমার ভিতরে ঢুকতে হবে না৷ সে এটিকে বাইরে থেকেই চালাতে পারে। এই চালানোও খুব সহজ বলে জানা গিয়েছে৷
advertisement
আর্ক রোবোটিক্সের সিইও শুভম বিশ্বকর্মা লোকাল 18 কে বলেছেন যে এটি একটি স্মার্ট ডিভাইস এবং এটি খুব কার্যকর প্রমাণিত হতে পারে। অমৃত ভারত মিশন প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশের দেওয়াসে এই যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। শীঘ্রই এটিকে দেশের অন্যান্য জেলা এবং রাজ্যগুলিতেও ব্যবহার করা শুরু হবে। বাজারে এই মুহূর্তে এমন ধরনের অনেক যন্ত্রই ব্যবহার করা হচ্ছে৷ তবে এই যন্ত্রের দাম বাকিদের তুলনায় বেশ কম এবং এর চাহিদাও বেশি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: শ্রমিকদের দুর্দশার দিন এবার শেষ! এই এক যন্ত্রেই এবার মুহুর্তে পরিষ্কার করা যাবে নর্দমা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement