Uttar Pradesh News: ৫০ বছরের পুরোনো দোকান, এখানকার সিঙাড়ার স্বাদ একবার পেলে বারবার খেতে ইচ্ছে করবে
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Uttar Pradesh News: উত্তরপ্রদেশে ৫০ বছরের পুরোনো দোকান। এখানকার সিঙাড়া বিখ্যাত৷ এর স্বাদ একবার পেলে বারবার আপনার খেতে ইচ্ছে করবেই।
বুলন্দশহর: খাওয়া-দাওয়ার কথা এলে জিভে জল আনা অনেক খাবারের নামই মাথায় আসবে। তালিকায় বেশ উপর দিকেই থাকবে সিঙাড়া। মশলাদার ও খাস্তা এই খাবার হৃদয় জিতে নেওয়ার জন্য যথেষ্ট। উত্তরপ্রদেশের বুলন্দশহরের মানুষ সিঙাড়া খেতে খুব ভালোবাসেন৷ আর সেটা যদি মাতরুর সিঙাড়া হয়, তাহলে তো কথাই নেই৷
আরও পড়ুন: IAS-কে বাঁচাতে দশ হাজার টাকা চেয়েছিল ডুবুরিরা! যমুনায় ঝাঁপ দিয়ে একাই চারজনকে বাঁচালেন তরুনী
বুলন্দশহরের পাহাসু শহরে, মাতরু সিঙাড়াওয়ালার সিঙাড়া সাধারণ মানুষের খুব প্রিয়। বুলন্দশহর প্রধান শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে পাহাড়সু শহরে অবস্থিত এই দোকানটি। বুলন্দশহরের লোকেরা বলে যে এখানে বসবাসকারী প্রতিটি মানুষই মাতরু সিঙাড়ার ডাই হার্ট ফ্যান৷
advertisement
advertisement
কেন বিখ্যাত এই সিঙাড়া? দোকানের এক কর্মচারী লোকাল ১৮ কে জানিয়েছেন, এই দোকানটির বয়স প্রায় ৫০ বছর। শুরু থেকেই এই দোকানে সামোসা তৈরি ও বিক্রির কাজ হয়ে আসছে। ময়দার বদলে মূলত আটা দিয়েই এই সিঙাড়াগুলি তৈরি করা হয়৷ পদটির বিশেষ আকর্ষণ আলু পুরটি৷ এটি তৈরি করা হয় বিশেষ মশলা দিয়ে৷ শুধু রান্না নয়, দোকানে পরিস্কার পরিচ্ছন্নতার মতো ব্যাপারগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ৷
advertisement
সিঙাড়া যখন এত বিখ্যাত তখন এটির দামটিও জেনে নিন৷ না চিন্তার কোনও কারণ নেই, সিঙাড়ার দাম এমন কিছুই নয়৷ প্রতি পিসের দাম মাত্র ১৫ টাকা। একবার যা খেলেই আপনার বারবার খেতে ইচ্ছে করবে৷
advertisement
বুলন্দশহরে গেলে শুধু সিঙাড়াই খেতে হবে তার কোনও মানে নেই৷ এখানে ধোসাও বিখ্যাত৷ তাই এরপর বুলন্দশহরে গেলে শুধু সিঙাড়া নয়, ধোসাটাও খেয়ে আসবেন মনে করে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 3:10 PM IST