TRENDING:

Tamil Nadu: চলে যাচ্ছে কাছের 'বন্ধু'! কেঁদে ভাসালেন বনদফতরের কর্মী

Last Updated:

তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় করছে। ভিডিওতে দেখা গিয়েছে একটি সদ্যোজাত হাতিকে একজন বনদফতরের কর্মীর কাছ থেকে মুদুমালাই হস্তী পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বনবিভাগের ওই কর্মী প্রচণ্ডভাবে কান্নাকাটি করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তামিলনাড়ু: তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় করছে। ভিডিওতে দেখা গিয়েছে একটি সদ্যোজাত হাতিকে একজন বনদফতরের কর্মীর কাছ থেকে মুদুমালাই হস্তী পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বনবিভাগের ওই কর্মী প্রচণ্ডভাবে কান্নাকাটি করছেন। হস্তী শাবকটি পেনাগারামের কাছাকাছি একটি কূপে পড়ে গিয়েছিল, তাকে সেখান থেকেই উদ্ধার করেন বনবিভাগের ওই আধিকারিকরা
কেঁদে ভাসালেন বনদফতরের কর্মী
কেঁদে ভাসালেন বনদফতরের কর্মী
advertisement

জানা যায় ১১ মার্চ, তামিলনাড়ুর একটি জঙ্গল থেকে বেরিয়ে আসে চার মাস বয়সি ওই পুরুষ হস্তী শাবকটি।জঙ্গলে যে কোন কারনেই হোক সে তার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মায়ের খোঁজেই সে জঙ্গল থেকে বেরিয়ে আসে লোকালয়ে। মায়ের খোঁজ করতে করতে সে বিভিন্ন ক্ষেত খামারে ঢুকে পড়তে থাকে। আর তার মাঝেই ঘটে যায় বিপত্তি, দুর্ঘটনাক্রমে একটি খামারের কূপে পড়ে যায় যায় সে।

advertisement

আরও পড়ুন-  রাজধানী এক্সপ্রেসের সামনে পড়ল তিন ব্যক্তি! এক সেকেন্ডে যা ঘটল শুনলে আঁতকে উঠবেন

এরপর দমকল ও বনবিভাগকে খবর দেওয়া হলে হাতিটিকে উদ্ধার হয়। প্রায় ১৬ ঘণ্টার চেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। মা হাতিটিকে শনাক্ত করা কঠিন হওয়ায় বনবিভাগ বাচ্চা হাতিটিকে হোগেনাক্কল বনের ওটারপট্টি বিভাগে রেখেছিল। বন বিভাগের পশুচিকিৎসকরা প্রাথমিকভাবে তার চিকিৎসার করার পর, শাবকটিকে বনবিভাগের এক কর্মী মহেন্দ্রান পরিচর্যা করেছিলেন বেশ কিছু দিন। তারপর, সম্প্রতি হাতিটিকে একটি বিশেষ গাড়িতে করে বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ধর্মপুরী জেলার হোগেনাক্কল থেকে কৃষ্ণগিরি জেলার আনচেটি হয়ে মুদুমালাই পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল মুদুমালাই হস্তী পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্দেশ্যে।

advertisement

আরও পড়ুন- আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আবহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, ত্রিপুরার বড় খবর

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বর্তমানে মুদুমালাইতে হাতি পরিচর্যাকারীদের তত্ত্বাবধানে এবং সাম্প্রতিক অস্কার বিজয়ী সংক্ষিপ্ত তথ্যচিত্রের সেনসেশন বোম্যান এবং বেলি উপজাতি দম্পতির তত্ত্বাবধানে হাতি শাবকটিকে মুদুমালাই হস্তী পর্যবেক্ষণ কেন্দ্রে লালন-পালন করা হবে। নিয়ে যাওয়ার আগের মুহূর্তে বনবিভাগের সেই কর্মী যে তাকে নিজের কাছে রেখে সেবা-শুশ্রূষা করেছিল সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এতদিন তার কাছে হাতিটি থাকায় সে তাকে ভীষণভাবে ভালবেসে ফেলেছিল। তাই হাতিটির বিদায় কালে তাঁর সেই হৃদয়বিদারক কান্না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর সেই কান্না দেখে চোখ ভিজেছে নেটিজেনদেরও।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu: চলে যাচ্ছে কাছের 'বন্ধু'! কেঁদে ভাসালেন বনদফতরের কর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল