ভারতের গর্ব এই ইমারতের এমন দশার আসল কারণ জানাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পতঙ্গদের মল থেকেই হয়েছে এই সবুজ দাগ। এই দাগ অবশ্য নতুন নয়। ২০১৫ সালে প্রথম পতঙ্গদের মল থেকে প্রথম এই দাগের হদিশ পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের এই ভাবাচ্ছে অন্য এক কারণ।
মে জুন মাসে এই দাগ দেখা গেলেও তাজ মহলের সাফ সাফাইয়ের পর সচরাচর আর দেখা যায় না। তবে এবার অক্টোবরসাফাইয়ে পরও ফের দেখা দিয়েছে সাদা দেওয়ালে সবুজ ছোপ। এমনকী, সবুজ এই দাগ দূর করবার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করবার পরে নভেম্বরেও ফের আবির্ভূত সবুজ দাগ।
advertisement
আরও পড়ুন: রবিনসন স্ট্রিটের ছায়া, এক বছর ধরে মৃত মায়ের দেহ আগলে দুই মেয়ে, দরজা খুলতেই….
এএসআইয়ের আগ্রা বিভাগের সুপারিটেন্ডিং আর্কিওলজিস্ট রাজ কুমার জানান,‘‘তাজ মহলের সবুজ দাগ নতুন কিছু নয়। তবে এই বছর অক্টোবরে দাগ দূর করার সমস্তরকমের প্রক্রিয়াকরণ করার পরও নভেম্বরে ফের দেখা দিয়েছে সবুজ দাগ। এটা সত্যিই চিন্তার বিষয়।’’
তাজমহলের যে দেওয়ালগুলি যমুনা নদীর দিকে রয়েছে, মূলত সেই দেওয়াল গুলিতেই বেশি করে রয়েছে এই সবুজ দাগ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাজ মহলের সৌন্দর্য পুনরুদ্ধারের।