২৩ বছর বয়সী মহম্মদ রিজওয়ান বানজারা হিলসের লুম্বিনি রক ক্যাসল অ্যাপার্টমেন্টে গত ১১ জানুয়ারি খাবার ডেলিভারি দিতে গিয়েছিলেন। সেই সময়ই এমন ভয়ানক ঘটনার শিকার হন তিনি। ভয়ের চোটে তিনতলা থেকে লাফ দিয়েছিলেন রিজওয়ান। রবিবার তিনি মারা গিয়েছেন।
আরও পড়ুন: ঘুমনোর সময় মোজা পরে পা গরম ভাল না খারাপ? সত্যিটা জানলে ঘুম উড়ে যাবে!
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প! ফের বড় দুর্নীতির 'হদিশ' শুভেন্দু অধিকারীর
পুলিশ জানিয়েছে, ডেলিভারি বয় লুম্বিনি রক ক্যাসেল অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় গিয়েছিল। যখন তিনি একটি ফ্ল্যাটের দরজায় টোকা দেন, তখন একটি জার্মান শেফার্ড চিৎকার করে তার দিকে এগিয়ে আসে। ভয়ে রিজওয়ান তৃতীয় তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন। মাথায় চোট লাগে তাঁর।
ফ্ল্যাটের মালিক শোবনা একটি অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে নিজামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করেন। শহরের ইউসুফগুদা এলাকার শ্রীরাম নগরের বাসিন্দা রিজওয়ানের অবস্থা সেদিনই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাতে রিজওয়ানের ভাই মহম্মদ খাজা বানজারা হিলস থানায় অভিযোগ দায়ের করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। পুলিশ কুকুরের মালিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মৃত্যুর মামলা দায়ের করেছে।