TRENDING:

Suvendu Adhikari: 'আগলি বার, মোদিজি ৪০০ পার...' ত্রিপুরায় বিজেপির 'ডাবল ইঞ্জিন' উন্নয়ন তাস শুভেন্দুর!

Last Updated:

Suvendu Adhikari: মজলিশপুরে সভা থেকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার নিয়ে জোরালো সওয়াল করেন শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা : ত্রিপুরা বিধানসভা ভোটের আগে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। একের পর এক নেতাদের সভা-পাল্টা সভায় সরগরম আগরতলা। এদিন মজলিশপুরে সভা থেকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার নিয়ে জোরালো সওয়াল করেন শুভেন্দু অধিকারী।
ত্রিপুরায় উন্নয়নের কান্ডারি বিজেপিই
ত্রিপুরায় উন্নয়নের কান্ডারি বিজেপিই
advertisement

তাঁর ভাষণে এদিন শুভেন্দু বলেন, 'সুশান্ত চৌধুরী অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। মোদিজির আশীর্বাদ না পেলে ত্রিপুরার উন্নয়ন হবে না। 'আগলি বার, মোদিজি ৪০০ পার'৷ ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন আসবেন তখন ডাবল ইঞ্জিনে উঠবেন নাকি সিঙ্গল ইঞ্জিনে উঠবেন? সিঙ্গল ইঞ্জিনে যে কোনও সময় কিন্তু দূর্ঘটনা ঘটতে পারে৷"

উন্নয়নের প্রসঙ্গে শুভেন্দু বলেন, "জাতীয় সড়ক ছিল একটা। হচ্ছে সাতটা। নয়া বিমানবন্দর দেখেছেন তো। এইমসের মতো হাসপাতাল হবে। বাংলাদেশ দ্রুত যাওয়া যাবে। জলপথে যোগাযোগ বাড়বে। তাই মোদিজিকে ভোট দিন।"

advertisement

আরও পড়ুন: বাংলা-সহ ১২ রাজ্য কাঁপাবে বজ্রবিদ্যুৎ-বৃষ্টি! পারদ চড়চড় করে চড়বে ৭ রাজ্যে! বড় আপডেট IMD-র

বিরোধীদের দাবি নস্যাৎ করে তিনি বলেন, "কংগ্রেস মানে বুর্জোয়া। কংগ্রেসকে জিজ্ঞাসা করলে বলে আসন সমঝোতা। ত্রিপুরা বিধানসভা ভোটে সিপিএমকে ভোট দেওয়া মানে ফের অশান্তি ফিরিয়ে আনা। সুদীপ রায় বর্মণের পাল্লায় পড়বেন না। আর সিপিএমের বন্ধুরা সন্তোষ মোহন দেবের ডান্ডা খেয়েছেন। তাই বামেদের নীচু তলার নেতাদের বলব, আর নয় কোনও ভুল, ভোট দেবেন পদ্মফুল।তিপ্রামোথাকে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, "জনজাতিদের সম্মান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনজাতি যুবকরা বাইরে কেন যাবে? এখানেই কাজ দেব৷ আমরা ত্রিপুরাকে ভাগ করতে দেব না। যারা উন্নয়ন চান,তারা ভোট দিন পদ্মফুলে। আর কোনও ভুল করবেন না। সব ভোট দিন বিজেপিতে।"

advertisement

আরও পড়ুন: রাজ্যপালের এক বিবৃতিতেই আশায় ফিরল বিজেপি! শুভেন্দুর দাবি, 'উনি ট্র্যাকে ফিরছেন'

ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ভাষণে শুভেন্দু অধিকারী আরও বলেন, "রেশন, ঘরে ঘরে পানীয় জল, উজালা গ্যাস, কোভিডে সাহায্য সবটাই আপনারা দেখেছেন৷ বিভাজনের পক্ষে ভোট দেবেন না৷ যারা ভাগ করতে চান তাদের বাড়ি পাঠিয়ে দেবেন। ডাবল ইঞ্জিনে চড়ুন। জিতেন চৌধুরীর মাথায় বুদ্ধি নেই৷ মাণিক সরকারের মাথায় বুদ্ধি আছে৷ তাই ভোটে লড়লেন না৷" একইসঙ্গে তাঁর প্রতিশ্রুতি, "মজলিশপুরে আবার জেতার পরে আসব। দুটি করে লাড্ডু দেব।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023 এখানে খবর

বাংলা খবর/ খবর/দেশ/
Suvendu Adhikari: 'আগলি বার, মোদিজি ৪০০ পার...' ত্রিপুরায় বিজেপির 'ডাবল ইঞ্জিন' উন্নয়ন তাস শুভেন্দুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল