সূত্রের খবর, শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘মণিপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাহিনী মোতায়েন আছে। সরকার সচেষ্ট। আরও কিছুটা সময় প্রয়োজন।’’ অন্যদিকে, মামলাকারী বলেন, ‘‘পরিস্থিতি মোটেও স্বাভাবিক হচ্ছে না। এখনও পর্যন্ত মণিপুরে হিংসায় ১১০ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহতা তুলে ধরা হয়েছে আমার আবেদনে।’’ মামলাকারীর এই কথা শোনার পরেই রাজ্য সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করে সর্বোচ্চ আদালত।
advertisement
আরও পড়ুন: বর্ষাতেও তাপপ্রবাহ! বৃষ্টির মধ্যেও গরমে ভাজা ভাজা দেশের ১০ রাজ্য, তালিকায় পশ্চিমবঙ্গও
দু’মাস ধরে চলা গোষ্ঠী সংঘর্ষে একশোরও বেশি মানুষ নিহত হয়েছেন মণিপুরে। বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা। এমনকি, রাজ্যের একাধিক মন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে বলে জানা গিয়েছে। ঘরছাড়া বহু মানুষ৷ মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন বিরোধীরা।
সপ্তাহ খানেক আগে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। পরে অবশ্য তিনি মত বদল করেন। তাঁর সেই পদত্যাগ পত্রের দোমড়ানো মোচকানো ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷
এই অশান্তির আবহেই সম্প্রতি মণিপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরও পরিস্থিতি পাল্টায়নি। এই অবস্থায় মণিপুরের হিংসা সংক্রান্ত মামলায় রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি কতটা ভাল বা মন্দ তার বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদলত। রিপোর্ট দেবে বীরেন সিং সরকার।
আরও পড়ুন: শরদ নন! NCP-র হর্তাকর্তা কি অজিত-ই? বিজেপির হাত ধরেই মহারাষ্ট্রে ফিরল ‘পাওয়ার-প্লে’
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কার্যত জ্বলছে উত্তরপূর্বের রাজ্য মণিপুর। শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন দুই গোষ্ঠীর সংঘর্ষে। সেনা মোতায়েনের পরেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। জনজীবন কার্যত বিপর্যস্ত।
মণিপুরের অশান্তি নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেগুলিকে একত্র করে শুনানি শুরু হয়েছে। মামলাকারীদের দাবি, উত্তরপূর্বের রাজ্যে হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র এবং রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সোমবার মণিপুরের হিংসার ঘটনায় রাজ্য সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব করল শীর্ষ আদালত। উল্লেখ্য, শনিবার রাতে নতুন করে হিংসা ছড়ায় মণিপুরের খোইজুমন্তবি গ্রামে। গুলির লড়াইয়ে দুই ‘গ্রামসেবকে’র মৃত্যু হয়েছে।
রাজীব চক্রবর্তী