Ajit Pawar News: শরদ নন! NCP-র হর্তাকর্তা কি অজিত-ই? বিজেপির হাত ধরেই মহারাষ্ট্রে ফিরল ‘পাওয়ার-প্লে’

Last Updated:

ছিলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা৷ রবিবার শপথ নিয়ে সেই অজিত পওয়ারই এখন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী৷ শুধু অজিতই নন, মহারাষ্ট্রের একনাথ শিণ্ডের মন্ত্রিসভায় জায়গা হয়েছে অজিতপন্থী বিধায়ক ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, ধনঞ্জয় মুণ্ডের মতো নেতাদের৷

মহারাষ্ট্র: এ যেন একই নাটকের পুনরাবৃত্তি৷ কয়েক মাস আগেই শিবসেনা ভেঙে দু’টুকরো হওয়ার সময় ঠিক যেমনটা হয়েছিল৷ রবিবারের শরদ-অজিত অঙ্কের চিত্রনাট্যটা কোথায় যেন সেই একই সুরে বাঁধা৷ এনসিপি-র ৫৩ বিধায়কের ২৯ বিধায়ককে নিয়ে ইতিমধ্যেই একনাথ শিণ্ডের শিবসেনা সরকারের যোগ দিয়েছেন এনসিপি নেতা অজিত পওয়ার৷ এরপরেই, করেছেন সেই মোক্ষম দাবি৷ তাঁর দাবি, ভবিষ্যতে এনসিপি-র চিহ্ন এবং নামে ব্যবহার করেই নির্বাচনে লড়বেন তাঁরা৷ অর্থাৎ, শরদ পওয়ার নয়, এনসিপি-র রাশ যে এখন তাঁর-ই হাতে সেটাই বোধহয় স্পষ্ট করে দিতে চাইছেন অজিত৷
ছিলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা৷ রবিবার শপথ নিয়ে সেই অজিত পওয়ারই এখন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী৷ শুধু অজিতই নন, মহারাষ্ট্রের একনাথ শিণ্ডের মন্ত্রিসভায় জায়গা হয়েছে অজিতপন্থী বিধায়ক ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, ধনঞ্জয় মুণ্ডের মতো নেতাদের৷
আরও পড়ুন: ‘বিজেপির সবচেয়ে বড় এজেন্ট’ .. পটনা বৈঠক টেনে কাকে নিশানা করলেন অভিষেক! ভয়ানক অভিযোগ
শপথগ্রহণের পরে এনসিপি নেতা অজিত পওয়ার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তিনি এবং তাঁর দলের (বিদ্রোহী) বিধায়কেরা মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনার যৌথ সরকারে যোগ দান করছেন৷ কারণ, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বাসী৷ এর পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, NCP-তে কোনও ভাঙন বা ফাটল দেখা দিচ্ছে না৷ কারণ, তাঁরা ভবিষ্যতে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ, NCP-র নাম এবং চিহ্ন দুই-ই ব্যবহার করবেন৷
advertisement
advertisement
তাঁদের বিরুদ্ধে যাতে দল বিরোধী আইন কার্যকর না হয়, তাই বিষয়টি স্পষ্ট করে অজিত পওয়ার জানান, ‘‘গোটা দল এবং NCP বিধায়কদের মধ্যে অধিকাংশই সরকারে যোগ দেওয়ার পক্ষে৷ NCP সার্বিকভাবে গোটা দল হিসাবেই সরকারে যোগদান করেছে৷ আমরা ভবিষ্যৎ নির্বাচনে দলের নাম এবং চিহ্ন ব্যবহার করব৷’’ তাছাড়া, সরকারে যোগ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে বলে দাবি করেন অজিত৷
advertisement
আরও পড়ুন: কতটা চেনেন কুন্তলকে? ইডি-র গোয়েন্দাদের সামনে বিস্ফোরক সায়নী, কী বললেন?
রবিবার সকালে প্রথমে বেশ কয়েকজন দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন অজিত পওয়ার। সূত্রের খবর, শরদ পওয়ার এই বৈঠক সম্পর্কে কিছুই জানতেন না। নেতা-বিধায়কদের মধ্যে ছিলেন দলের বর্ষীয়ান নেতা ছগন ভুজবল, শরদ-কন্যা সুপ্রিয়া সুলেও। রবিবার দুপুরেই রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত।
advertisement
অন্যদিকে, শরদ পওয়ার অবশ্য জানিয়েছেন, অজিতের এমন কাজ নতুন কিছু নয়৷ ইতিমধ্যেই তাঁর কাছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন এসেছে৷ আগামিদিনে কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করে মহারাষ্ট্রের বিরোধী দলনেতা নির্বাচন করবেন বলে জানিয়েছেন শরদ পওয়ার৷ সোমবার এ নিয়ে বিস্তারিত সাংবাদিক বৈঠকও করার কথা তাঁর৷ পাশাপাশি, দলের যে সমস্ত নেতা তাঁদের দায়িত্ব পালন করেননি, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Pawar News: শরদ নন! NCP-র হর্তাকর্তা কি অজিত-ই? বিজেপির হাত ধরেই মহারাষ্ট্রে ফিরল ‘পাওয়ার-প্লে’
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement