IMD Weather Report: বর্ষাতেও তাপপ্রবাহ! বৃষ্টির মধ্যেও গরমে ভাজা ভাজা দেশের ১০ রাজ্য, তালিকায় পশ্চিমবঙ্গও

Last Updated:
বর্ষা চলে এসেছে৷ নির্ধারিত সময়ের ছ’দিন আগেই দেশজুড়েই বর্ষা নামছে৷ আবহাওয়া দফতর সূত্রে অন্তত তেমনটাই খবর৷ কিন্তু, গরমের গলদঘর্ম দশাই বা ঘুচছে কই! আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বলছে শুধুমাত্র বর্ষার মাসেই বঙ্গে তাপপ্রবাহ চলেছে ১৯ দিন৷
1/10
বর্ষা চলে এসেছে৷ নির্ধারিত সময়ের ছ’দিন আগেই দেশজুড়েই বর্ষা নামছে৷ আবহাওয়া দফতর সূত্রে অন্তত তেমনটাই খবর৷ কিন্তু, গরমের গলদঘর্ম দশাই বা ঘুচছে কই! আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বলছে শুধুমাত্র বর্ষার মাসেই বঙ্গে তাপপ্রবাহ চলেছে ১৯ দিন৷
বর্ষা চলে এসেছে৷ নির্ধারিত সময়ের ছ’দিন আগেই দেশজুড়েই বর্ষা নামছে৷ আবহাওয়া দফতর সূত্রে অন্তত তেমনটাই খবর৷ কিন্তু, গরমের গলদঘর্ম দশাই বা ঘুচছে কই! আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বলছে শুধুমাত্র বর্ষার মাসেই বঙ্গে তাপপ্রবাহ চলেছে ১৯ দিন৷
advertisement
2/10
IMD-র নির্দেশিকা অনুযায়ী, যে কোনও সমতল এলাকায় যদি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়, আর সমুদ্র তীরবর্তী এলাকায় ৩৭ ডিগ্রি পেরয়, সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হয়৷
IMD-র নির্দেশিকা অনুযায়ী, যে কোনও সমতল এলাকায় যদি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়, আর সমুদ্র তীরবর্তী এলাকায় ৩৭ ডিগ্রি পেরয়, সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হয়৷
advertisement
3/10
IMD সূত্রের খবর, এর মধ্যে তাপপ্রবাহের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ এবং বিহারে৷
IMD সূত্রের খবর, এর মধ্যে তাপপ্রবাহের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ এবং বিহারে৷
advertisement
4/10
IMD-র দেওয়া তথ্য অনুযায়ী, গত জুন মাসে সারা দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৩৯ দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ যার মধ্যে বেশির ভাগই বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তীসগড় এবং অন্ধ্রপ্রদেশ৷
IMD-র দেওয়া তথ্য অনুযায়ী, গত জুন মাসে সারা দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৩৯ দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ যার মধ্যে বেশির ভাগই বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তীসগড় এবং অন্ধ্রপ্রদেশ৷
advertisement
5/10
এর মধ্যে পশ্চিমবঙ্গে ইনটেন্স হিটওয়েভ পরিস্থিতি তৈরি হয়েছে এপ্রিল মাসে ৯ দিন, মে মাসে ৭ দিন এবং জুন মাসে ১৯ দিনেরও বেশি৷ তবে কি জুলাইয়েও পিছু ছাড়বে না তাপপ্রবাহ?
এর মধ্যে পশ্চিমবঙ্গে ইনটেন্স হিটওয়েভ পরিস্থিতি তৈরি হয়েছে এপ্রিল মাসে ৯ দিন, মে মাসে ৭ দিন এবং জুন মাসে ১৯ দিনেরও বেশি৷ তবে কি জুলাইয়েও পিছু ছাড়বে না তাপপ্রবাহ?
advertisement
6/10
সূত্রের খবর, জুলাই মাসেও বিহার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে৷
সূত্রের খবর, জুলাই মাসেও বিহার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে৷
advertisement
7/10
চলতি বর্ষে আগাম বর্ষা ঢুকে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রীতিমতো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দাপট দেখিয়েছে দেশ জুড়ে। নির্ধারিত সময় ২২ মে-এর আগেই ১৯ মে বর্ষা ঢুকে পড়ে নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানেই থমকে দাঁড়িয়ে যায়। ১৯ মে বর্ষা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলেও ২৯ মে পর্যন্ত একই জায়গায় থমকে দাঁড়িয়ে থাকে।
চলতি বর্ষে আগাম বর্ষা ঢুকে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রীতিমতো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দাপট দেখিয়েছে দেশ জুড়ে। নির্ধারিত সময় ২২ মে-এর আগেই ১৯ মে বর্ষা ঢুকে পড়ে নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানেই থমকে দাঁড়িয়ে যায়। ১৯ মে বর্ষা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলেও ২৯ মে পর্যন্ত একই জায়গায় থমকে দাঁড়িয়ে থাকে।
advertisement
8/10
এর পর ৩০ মে-এর পরও শ্লথগতিতে এগোয় বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর; মধ্য বঙ্গোপসাগর অন্যদিকে দক্ষিণ আরবসাগরে কিছুটা অংশে প্রভাব বিস্তার করে। পয়লা জুন আরব সাগর পেরিয়ে ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করার কথা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার।
এর পর ৩০ মে-এর পরও শ্লথগতিতে এগোয় বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর; মধ্য বঙ্গোপসাগর অন্যদিকে দক্ষিণ আরবসাগরে কিছুটা অংশে প্রভাব বিস্তার করে। পয়লা জুন আরব সাগর পেরিয়ে ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করার কথা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার।
advertisement
9/10
বাংলায় প্রথমে উত্তরবঙ্গে ঢোকে বর্ষা৷ এরপর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ৭ জুন এবং শিলিগুড়িতে ৮ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে।
বাংলায় প্রথমে উত্তরবঙ্গে ঢোকে বর্ষা৷ এরপর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ৭ জুন এবং শিলিগুড়িতে ৮ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে।
advertisement
10/10
আবহাওয়া দফতর সূত্রের খবর, এ বার নির্ধারিত সময়ের ৬ দিন আগেই সারা দেশজুড়ে ছড়িয়ে পড়তে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু৷
আবহাওয়া দফতর সূত্রের খবর, এ বার নির্ধারিত সময়ের ৬ দিন আগেই সারা দেশজুড়ে ছড়িয়ে পড়তে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু৷
advertisement
advertisement
advertisement