বৃস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি আরভি রবীন্দ্রনের নেতৃত্বাধীন কমিটি একগুচ্ছ সুপারিশ করেছে আদালতে। পাঁচটি ফোনে ম্যালওয়ারের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না, এই তথ্য দিয়েছেন তাঁরা। পাশাপাশি মামলাকারীরা দাবি করেছেন, অবিলম্বে এই কমিটির রিপোর্ট যেন প্রকাশ্যে আনা হয়। চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি করা হবে।
আরও পড়ুন: সম্পত্তির হিসেব দিন, সরকারি অফিসারদের জন্য জারি নির্দেশ! বিরাট সিদ্ধান্ত নবান্নের
advertisement
আরও পড়ুন: এসএসসি কাণ্ডে সুবীরেশের ফ্ল্যাট সিল করল সিবিআই, বড় কোনও প্রমাণ এল হাতে?
গত বছর ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। সেখানে বলা হয়, পেগাসাসের মাধ্যমে বেশ কয়েকজন ভারতীয়ের ফোনে নজরদারি করা হয়েছে। গত বছর অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট এই অভিযোগের ভিত্তিতে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়। সেই দল আসলে খতিয়ে দেখবে ভারতের বর্তমান বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর নজরদারির অভিযোগ সত্যি কি না।
এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি বিশেষজ্ঞ কমিটি একটি পাবলিক নোটিশ জারি করে জানায়, দেশের যে সমস্ত নাগরিক মনে করছেন তাঁদের ফোনে অজ্ঞাতসারে কেউ নজরদারি চালাচ্ছে, তাঁরা সরাসরি এই বিশেষজ্ঞ কমিটিকে জানাতে পারেন।