TRENDING:

পেগাসাস তদন্তে সাহায্য করেনি কেন্দ্র, বিশেষ কমিটি জানাল সুপ্রিম কোর্টে

Last Updated:

গত বছর ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। সেখানে বলা হয়, পেগাসাসের মাধ্যমে বেশ কয়েকজন ভারতীয়ের ফোনে নজরদারি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উঠেছিল পেগাসাস মামলা। আর সেখানেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হল, পেগাসাস তদন্তে সুপ্রিম কোর্টে বিশেষ নজরদারি কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে বলা হয়েছে, তদন্তে বিশেষ সহযোগিতা করেনি কেন্দ্রীয় সরকার। সু্প্রিম কোর্টের এই মন্তব্য রাজনৈতিক ভাবে নতুন তরঙ্গ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আদালত জানিয়েছে, যে ২৯টি ফোন পাওয়া গিয়েছে, তার মধ্যে পাঁচটিতে ম্যালওয়ারের সন্ধান মিলেছে, তবে সেগুলি পেগাসাসের সঙ্গে যুক্ত কি না, তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। ভারতীর সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বৃস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি আরভি রবীন্দ্রনের নেতৃত্বাধীন কমিটি একগুচ্ছ সুপারিশ করেছে আদালতে। পাঁচটি ফোনে ম্যালওয়ারের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না, এই তথ্য দিয়েছেন তাঁরা। পাশাপাশি মামলাকারীরা দাবি করেছেন, অবিলম্বে এই কমিটির রিপোর্ট যেন প্রকাশ্যে আনা হয়। চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি করা হবে।

আরও পড়ুন: সম্পত্তির হিসেব দিন, সরকারি অফিসারদের জন্য জারি নির্দেশ! বিরাট সিদ্ধান্ত নবান্নের

advertisement

আরও পড়ুন: এসএসসি কাণ্ডে সুবীরেশের ফ্ল্যাট সিল করল সিবিআই, বড় কোনও প্রমাণ এল হাতে?

গত বছর ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। সেখানে বলা হয়, পেগাসাসের মাধ্যমে বেশ কয়েকজন ভারতীয়ের ফোনে নজরদারি করা হয়েছে। গত বছর অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট এই অভিযোগের ভিত্তিতে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়। সেই দল আসলে খতিয়ে দেখবে ভারতের বর্তমান বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর নজরদারির অভিযোগ সত্যি কি না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি বিশেষজ্ঞ কমিটি একটি পাবলিক নোটিশ জারি করে জানায়, দেশের যে সমস্ত নাগরিক মনে করছেন তাঁদের ফোনে অজ্ঞাতসারে কেউ নজরদারি চালাচ্ছে, তাঁরা সরাসরি এই বিশেষজ্ঞ কমিটিকে জানাতে পারেন।

বাংলা খবর/ খবর/দেশ/
পেগাসাস তদন্তে সাহায্য করেনি কেন্দ্র, বিশেষ কমিটি জানাল সুপ্রিম কোর্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল