TRENDING:

Divorce: ৬৫ দিন সংসার, রাগ মেটাতে ১৩ বছরে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

দিল্লি এবং উত্তর প্রদেশের হাইকোর্ট সহ অন্যান্য আদালতে পরস্পরের বিরুদ্ধে সবমিলিয়ে ৪০টি মামলা দায়ের করেছেন তাঁরা৷

advertisement
সবমিলিয়ে মাত্র ৬৫ দিন সংসার করেছিলেন৷ কিন্তু তার পরেও ১৩ বছর ধরে আদালতে পরস্পরের বিরুদ্ধে একের পর এক মামলাঠুকেছেন তাঁরা৷ স্বামী এবং স্ত্রী সবমিলিয়ে একজন আর একজনের বিরুদ্ধে গত ১৩ বছরে একের পর এক অভিযোগ এনে বিভিন্ন আদালতে ৪০টি মামলা দায়ের করেন৷ শেষ পর্যন্ত ওই দম্পতির বিবাহবিচ্ছেদের নির্দেশ দিয়ে দু জনকেই তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট৷ যেভাবে তাঁরা ব্যক্তিগত আক্রোশ এবং রাগ মেটাতে আইনকে ব্যবহার করেছেন, তার তীব্র নিন্দা করেছে সুপ্রিম কোর্ট৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

স্বামী-স্ত্রীর দু জনকেই দশ হাজার টাকা করে জরিমানা করার পাশাপাশি তারা যাতে ভবিষ্যতে পরস্পরের বিরুদ্ধে কোনও মামলা করতে না পারেন, সেই নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত৷

পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানায়, ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য আদালতকে এ ভাবে ব্যবহার করা যায় না৷ শীর্ষ আদালত জানায়, এমনিতেই দেশের বিচারব্যবস্থার উপরে অতিরিক্ত মামলার বোঝা রয়েছে৷ যে কারণে মামলার নিষ্পত্তি হতেই অনেক সময় লেগে যায়৷ সেখানে এভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে একের পর এক মামলা দায়ের করলে বিচারব্যবস্থার উপরে আরও চাপ বাড়ে বলেও জানায় সুপ্রিম কোর্ট৷

advertisement

জানা গিয়েছে, ২০১২ সালে ওই দম্পতির বিয়ে হয়েছিল৷ বিয়ের ৬৫ দিনের মাথায় স্বামী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে বাপের বাড়ি ফিরে যান স্ত্রী৷ তার পর থেকে আলাদাই থেকেছেন ওই দম্পতি৷ কিন্তু তাঁদের আইনি লড়াই থেমে থাকেনি৷ পরস্পরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তাঁরা৷

advertisement

দিল্লি এবং উত্তর প্রদেশের হাইকোর্ট সহ অন্যান্য আদালতে পরস্পরের বিরুদ্ধে সবমিলিয়ে ৪০টি মামলা দায়ের করেছেন তাঁরা৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ মামলার রায় দিতে গিয়ে জানায় যে এই মামলা পুরোপুরি ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকে দায়ের করা হয়েছে৷ ডিভিশন বেঞ্চ রায়ে বলে, ‘ওই দম্পতি মাত্র ৬৫ দিন একসঙ্গে থেকেছেন এবং গত এক দশকে নিজেদের আক্রোশ মেটাতে একজন আর একজনের বিরুদ্ধে একের পর এক মামলা করেছেন৷ আমাদের মতে তাঁদের দু জনকেই জরিমানা করা উচিত৷’

advertisement

এর পরই স্বামী-স্ত্রী দু জনকেই ১০ হাজার টাকা করে প্রতীকী জরিমানা করে সুপ্রিম কোর্ট৷ ওই টাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটস অন রেকর্ডস অ্যাসোসিয়েশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ শুধু তাই নয়, ওই দম্পতির সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে তাতে কোনওভাবেই তাঁরা একসঙ্গে সংসার করতে পারবেন না বলে জানিয়ে সংবিধানের ১৪২ নম্বর ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে তাঁদের বিবাহবিচ্ছেদের নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট আইডিয়া বদলে দিল ভাগ্য, পকেটে টাকার জোয়ার! অভাবের অতীত, বাজার কাঁপাচ্ছেন এই শিল্পীরা
আরও দেখুন

পর্যবেক্ষণে বিচারপতিরা আরও জানায় সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টেও বিবাহবিচ্ছেদ অথবা বৈবাহিক অশান্তি সংক্রান্ত মামলা দায়েরের প্রবণতা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে৷ শীর্ষ আদালত স্বীকার করে নিয়েছে, বৈবাহিক সম্পর্কে যদি স্বামী অথবা স্ত্রী একবার ফৌজদারি মামলা দায়ের করেন, সেই সম্পর্ক টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়৷ এই পরিস্থিতিতে বৈবাহিক সম্পর্কে ফাটল ধরলে এবং তা আদালতে পৌঁছলে প্রথম থেকেই স্বামী এবং স্ত্রীকে বুঝিয়ে মিল করানোই একমাত্র পথ বলেই মত দেন দুই বিচারপতি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Divorce: ৬৫ দিন সংসার, রাগ মেটাতে ১৩ বছরে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল