বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন, সরকারি সাক্ষীদের কথা কী করে বিশ্বাস করা যায়? সরকারি সাক্ষীরা কি সিসোদিয়াকে ঘুষ নিতে দেখেছেন? সরকারি সাক্ষীদের বয়ান আইনে গ্রহণযোগ্য হবে? সাক্ষীদের বয়ান কি শুধুমাত্র শোনা কথা বা অনুমান নয়? সবকিছু তথ্য প্রমাণ নির্ভর হওয়া উচিত। তা না হলে আপনাদের মামলা দু-মিনিটে শেষ হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হবে না অভিষেককে, বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের
প্রসঙ্গত, দিল্লি আবগারি নীতি মামলায় গত ২৬ ফেব্রুয়ারি দীর্ঘ 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় দিল্লির তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। এই নিয়ে আম আদমি পার্টির মোট তিনজন শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন। মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন এবং গতকাল গ্রেফতার করা হয়েছে দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে।
আরও পড়ুন: তৃণমূলের কর্মসূচি শেষ, তবু দিল্লিতে এখনও ‘ওঁরা’ কারা? জানলে চমকে যাবেন
সুপ্রিম কোর্টের বড় প্রশ্ন, যদি অর্থ তছরুপের কোথাও মণীশ সিসোদিয়ার কোনও ভূমিকা না থাকে, তাহলে সিসোদিয়াকে অভিযুক্ত করা হয়েছে কেন? মামলার পরবর্তী শুনানি ১২ অক্টোবর।