TRENDING:

Supreme Court: প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো! এবার বড় বিপাকে অভিযুক্ত আইনজীবী...মিলে গেল অনুমতি

Last Updated:

কিন্তু, ঘটনার পরেও দৃশ্যত শান্ত থাকতে দেখা যায় প্রধান বিচারপতি বিআর গাভাইকে৷ তিনি আদালতে সেই সময় বলেছিলেন, ‘‘আপনারা বিচলিত হবেন না৷ নিজের কাজ চালিয়ে যান৷ এই ধরেনর বিষয় আমাকে প্রাভাবিত করে না৷’’ আইনজীবীর এমন কাণ্ডের জেরে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের কাজকর্ম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদ্ধতি শুরু করার অনুমতি দিলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণীসলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন এজি৷ পাশাপাশি, দেশের বিচারব্যবস্থার প্রাতিষ্ঠানিক অখণ্ডতা রক্ষার উপরে জোর দিয়েছেন তিনি৷ সুপ্রিম কোর্ট এবার রাকেশ কিশোরের বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করবে। ইতিমধ্যেই বাতিল হয়েছে ওই আইনজীবীর লাইসেন্স৷

advertisement

শীর্ষ আদালতে একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই প্রধান বিচারপতির দিকে ‘জুতো’ ছুড়ে মারেন এজলাসে উপস্থিত থাকা এক আইনজীবী। আকস্মিক এমন ঘটায় হকচকিয়ে যান এজলাসে উপস্থিত সকলেই। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা সেই আইনজীবীকে ধরে ফেলেন এবং তাকে কোর্টরুমের বাইরে নিয়ে যাওয়া হয়

advertisement

আরও পড়ুন: OBC কোটা নিয়ে বড় রায়! বিরাট ধাক্কা শীর্ষ আদালতে, ‘সর্বোচ্চ সীমা ৫০%,’ মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট

কিন্তু, ঘটনার পরেও দৃশ্যত শান্ত থাকতে দেখা যায় প্রধান বিচারপতি বিআর গাভাইকে৷ তিনি আদালতে সেই সময় বলেছিলেন, ‘‘আপনারা বিচলিত হবেন না৷ নিজের কাজ চালিয়ে যান৷ এই ধরেনর বিষয় আমাকে প্রাভাবিত করে না৷’’ আইনজীবীর এমন কাণ্ডের জেরে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের কাজকর্ম

advertisement

আরও পড়ুন : সেই বুশের সময় থেকে আছেন…চিনের সঙ্গে কোনও সম্পর্কই নেই! চিনা চরবৃত্তির অভিযোগ অস্বীকার ভারতীয়ের

পুলিশ সূত্রের খবর, খাজুরাহোতে থাকা একটি বিষ্ণু মূর্তি পুনরুদ্ধআরের বিষয়ে শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্য ক্ষুব্ধ হয়েছিলেন ওই আইনজীবী৷ তারই প্রতিবাদ করতে গিয়ে প্রধান বিচারপতির দিকে জুতো ছোঁড়ার চেষ্টা করেন ওই আইনজীবী৷ যদিও এজলাসে উপস্থিত নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে নেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩০০ বছরের প্রাচীন কালীপুজো, মুর্শিদাবাদের বাম কালীকে ঘিরে রয়েছে অজস্র কাহিনী!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো! এবার বড় বিপাকে অভিযুক্ত আইনজীবী...মিলে গেল অনুমতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল