নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদ্ধতি শুরু করার অনুমতি দিলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী৷ সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন এজি৷ পাশাপাশি, দেশের বিচারব্যবস্থার প্রাতিষ্ঠানিক অখণ্ডতা রক্ষার উপরে জোর দিয়েছেন তিনি৷ সুপ্রিম কোর্ট এবার রাকেশ কিশোরের বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করবে। ইতিমধ্যেই বাতিল হয়েছে ওই আইনজীবীর লাইসেন্স৷
advertisement
শীর্ষ আদালতে একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই প্রধান বিচারপতির দিকে ‘জুতো’ ছুড়ে মারেন এজলাসে উপস্থিত থাকা এক আইনজীবী। আকস্মিক এমন ঘটায় হকচকিয়ে যান এজলাসে উপস্থিত সকলেই। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা সেই আইনজীবীকে ধরে ফেলেন এবং তাকে কোর্টরুমের বাইরে নিয়ে যাওয়া হয়।
কিন্তু, ঘটনার পরেও দৃশ্যত শান্ত থাকতে দেখা যায় প্রধান বিচারপতি বিআর গাভাইকে৷ তিনি আদালতে সেই সময় বলেছিলেন, ‘‘আপনারা বিচলিত হবেন না৷ নিজের কাজ চালিয়ে যান৷ এই ধরেনর বিষয় আমাকে প্রাভাবিত করে না৷’’ আইনজীবীর এমন কাণ্ডের জেরে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের কাজকর্ম।
পুলিশ সূত্রের খবর, খাজুরাহোতে থাকা একটি বিষ্ণু মূর্তি পুনরুদ্ধআরের বিষয়ে শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্য ক্ষুব্ধ হয়েছিলেন ওই আইনজীবী৷ তারই প্রতিবাদ করতে গিয়ে প্রধান বিচারপতির দিকে জুতো ছোঁড়ার চেষ্টা করেন ওই আইনজীবী৷ যদিও এজলাসে উপস্থিত নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে নেন৷